বাংলাদেশ জাতীয় দলের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। হামজার পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। 

এরপর লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখেছেন তাবিথ আওয়াল। বাফুফে ভেরিফাইড ফেসবুক পেজে তাদের একটি ছবি দিয়ে এই খবর জানিয়েছে। 

ম্যাচে অবশ্য হামজার দল লেস্টার সিটি জিততে পারেনি। বরং ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। হামজা চৌধুরী এদিন লেস্টারের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। 

চলতি মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা।  মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচে ১৩১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। যে কারণে লেস্টার ছেড়ে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তিনি। 

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এখনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন ম্যাচ হয়নি। আগামী মার্চে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ম্যাচ আছে বাংলাদেশের। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব থ আওয় ল

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ফাইল ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ