পুঁজিবাজারে খাদ‌্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

ক্ষতিগ্রস্ত দুই জাহাজ বিক্রি করবে বিএসসি

এদিকে, আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.

১৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৬ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৮৩ টাকা বা ২৩০.৫৫ শতাংশ।

অপরদিকে, ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৮ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৪ টাকা বা ৩৭৬.৩১ শতাংশ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফাইন ফুডস লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.২৭ টাকা।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম সর্বাধিক কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম কমেছে ৯.৫৫ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পিানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৫.৪০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৮.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ৮.২৬ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৮.০৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫.৯৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, গ্রামীণফোনের ৫.০৬ শতাংশ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৮১ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এডিপির আকার কমল ৪৯ হাজার কোটি টাকা
  • সূচকের সাথে কমলো লেনদেনও
  • রোজার আগের মাসে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার ছাড়িয়েছে
  • পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
  • রমজানের প্রথম দিনে সূচকের পতন
  • রিং সাইনের অর্ধবার্ষিকে লোকসান বেড়েছে ৬ শতাংশ
  • অনলাইন আয়কর রিটার্নে দেশীয় প্রযুক্তির সাফল্য
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
  • সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
  • ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৫১ শতাংশ