মুন্সীগঞ্জের চর বাংলাবাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
 
বাংলাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লা গং এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই গুরুতর আহত বিএনপি কর্মী নজু মোল্লাকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। 

আহত নজু মোল্লা বলেন, বর্গা নেওয়া কৃষিজমির পাশের ডোবা থেকে তাঁকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লা গংরা। তাঁর ডোবার মাছ তারা কেন ধরে নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তারা হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

অভিযোগ প্রসঙ্গে জানতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

সদর থানার ওসি সাইফুল আলম জানান, মারামারির বিষয়টি তাঁর জানা নেই। থানায় কেউ অভিযোগও দাখিল করেনি। এরপরও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ-খবর নিচ্ছি।

সম্পর্কিত নিবন্ধ