ইউএনওর পদক্ষেপে নিরাপদ ৫ হাওরের বোরো জমি
Published: 16th, January 2025 GMT
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিচক্ষণতায় জলাবদ্ধতার সংকট থেকে রক্ষা পেল পাঁচটি হাওর। এতে চাষাবাদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি ফসলের নিরাপত্তা নিশ্চিত হলো।
বুধবার ইউএনও মো. আবুল হাসেমের নির্দেশে বনুয়া হাওরের নাওটানা এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কমিটি এক্সক্যাভেটর দিয়ে বাঁধ কেটে নালা তৈরি করে দেয়। এতে করে সংশ্লিষ্ট এলাকার হাওরের পানি দ্রুত পাটলাই নদীতে নেমে যাচ্ছে।
স্থানীয় কৃষক ও প্রশাসনিক দপ্তরের সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ইউএনওর বিচক্ষণ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জলাবদ্ধতা সংকট থেকে উপজেলা-সংলগ্ন বনুয়া, পালই, কাটুয়াউরা, ছিরিয়ারগাঁও ও নানদিয়ার হাওর মুক্ত হয়েছে। তাঁর পরিকল্পনা মতো পানি অপসারণের ব্যবস্থা করায় কোনো অংশের ক্ষতিও হয়নি।
স্থানীয় কয়েকজন বোরো চাষি জানান, জলাবদ্ধতার কারণে হাওরপারের কৃষকরা নিজেদের জমিতে বোরো চাষ করতে পারছিলেন না। পানির কারণে বোরো ধান রোপণের উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ায় বিষয়টি ইউএনওকে অবগত করেন কৃষকরা। পরে ইউএনও ওই এলাকার বিস্তারিত অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করে করণীয় নির্দেশনা দেন। পরে বাঁধের কাজের দায়িত্বে থাকা কমিটি তা বাস্তবায়ন করেন।
গদবনুয়া হাওরপারের কৃষক আবুল ফজল জানান, ইউএনওর নির্দেশে বনুয়া হাওরের নাওটানা বাঁধটি কেটে দেওয়া হয়। এতে হাওরের পানি দ্রুত সরে যায়। কৃষকরা দুই হাজার একর জমিতে এখন নিরাপদে বোরো ধান চাষ করতে পারবেন।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জানান, নাওটানা বাঁধটি কেটে বাঁওড়ের পানি অপসারণের ব্যবস্থা করার নির্দেশ দেন ইউএনও। সেভাবেই কাজ করা হয়েছে। পানি দ্রুত সরে যাচ্ছে।
ইউএনও আবুল হাসেম জানান, এমন পরিস্থিতি হাওর এলাকায় প্রায়ই হয়। কৃষকের সমস্যা সমাধানে সিদ্ধান্ত ও পদক্ষেপ দেরি হলে ফসলের আবাদ বিঘ্নিত হবে। নাওটানা বাঁধটি কেটে পানি সরানোর সিদ্ধান্ত নেওয়ায় পাঁচটি হাওরের দুই হাজার একর জমি চাষের উপযুক্ত হয়ে উঠেছে।
মাটিয়ান হাওরের বাঁধ এলাকার কাজের ব্যাপারে ইউএনও জানান, পানি থাকায় ২৯টি বাঁধের কাজ করা যাচ্ছিল না। এখন দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের শেষ করা হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রায় তিন মাস পর মিয়ানমারের ভেতরে বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
প্রায় তিন মাস পর কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে সীমান্তবর্তী বাড়িঘরসহ নানা স্থাপনা। এ ঘটনায় টেকনাফ উপজেলা সদরসহ আশপাশের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ইউএনও বলেন, বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সীমান্তের টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টেকনাফ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল হক বলেন, প্রায় তিন মাস বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে আবারও বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের প্রথম শব্দটি শোনার পর ৫ থেকে ১০ মিনিট পর আরেকটি শব্দ শোনা গেছে।
টেকনাফ সদরের চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তবে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। বাড়ির জানালা ও দেয়াল ফেটে গেছে।
গত বছরের ৬ ডিসেম্বর সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এর দুই দিন পর ৮ ডিসেম্বর দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ সীমান্তের অধিকাংশ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। এর পর থেকে আর কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
এ বিষয়ে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।