ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান
Published: 16th, January 2025 GMT
মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটেই হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার গভীর রাতে এক দুষ্কৃতকারী অভিনেতার ফ্ল্যাটে ঢুকে ছুরি দিয়ে কুপিয়েছে। তাতে গুরুতর জখম হন সাইফ। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বান্দ্রার বাড়িতে ছুরি দিয়ে হামলার পর অভিনেতা সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান ওই সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তের পরে মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, বান্দ্রায় এক বহুতল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে থাকেন বলিউড অভিনেতা সইফ আলী খান। বৃহস্পতিবার রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী কোনভাবে সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। তার পরিচারিকার সঙ্গে কারও তর্ক-বিতর্ক হচ্ছে শুনতে পেয়ে সাইফ ঘর থেকে বেরিয়ে আসেন এবং দেখেন অপরিচিত একজনের সঙ্গে তার পরিচারিকার ঝগড়া হচ্ছে। সাইফ তাকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ ধারালো ছুরি বের করে সে সাইফের উপর হামলা চালায়। অভিনেতা তাকে ধরার চেষ্টা করতেই সে তাকে ছুরির কোপ মারে। ছুরি দিয়ে অন্তত চার বার কোপানো হয় সাইফকে। রক্তাক্ত অভিনেতাকে রাতেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাস্থলে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা। অভিযুক্তের খোঁজ চলছে। সে এখনও ধরা পড়েনি। অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতী অত রাতে সাইফের ফ্ল্যাটে কীভাবে ঢুকে পড়ল, চুরি করতে না অন্য কোনও কারণে সে ঢুকেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরো পড়ুন:
পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
মনির খানের প্রথম গানের অ্যালবাম যেভাবে প্রকাশ হয়েছিল
সূত্রের খবর, যে বহুতল আবাসনে সইফ থাকেন, তার প্রধান গেট ও অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আবাসনের নিরাপত্তা রক্ষীদেরও। সাইফের ফ্ল্যাটের পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতী ঝগড়ায় জড়াল তা জানতে চেষ্টা করছে পুলিশ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর চ র ক ত র পর র পর চ
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’