দুই বছরের বেশি সময় ঝুলিয়ে রাখার পর শেষ পর্যন্ত ৭৩টি লস্কর পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইব্লিউটিএ)।

২০০২ সালে অনুষ্ঠিত এসব পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা বাতিল করায় ক্ষুব্ধ এসব পরীক্ষায় উত্তীর্ণরা। পুনর্নিয়োগ পরীক্ষা বাতিল ও আগের পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত নিয়োগের দাবিতে উচ্চ আদালতে রিটের প্রস্তুতি নিতে শুরু করেছেন এসব নিয়োগপ্রত্যাশী।

গতকাল বুধবার ৭৩টি লস্কর পদের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বিআইব্লিউটিএর যুগ্ম পরিচালক (মানবসম্পদ) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত ওই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সর্বশেষ কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা-সংক্রান্ত অধ্যাদেশ জারি করায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে উল্লিখিত ৭৩টি লস্কর পদে নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ৩ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। 

তবে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে বিআইব্লিউটিএর এমন যুক্তি মানতে নারাজ নিয়োগপ্রত্যাশীরা। তারা বলছেন, বিগত সরকারের সময় ২০২২ সালে এসব পদের নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হলেও শুধু চূড়ান্ত ফল প্রকাশ ও উত্তীর্ণদের নিয়োগ দেওয়া  তখনকার প্রেক্ষাপটে বর্তমান সরকারের কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা-সংক্রান্ত অধ্যাদেশ কার্যকর হওয়ার কথা নয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

সাকিবুল হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলের খুনীরা আমার ভাইকে খুন করেছে। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন–চাঁদাবাজির রাজনীতি শুরু করেছে।”

একই বিভাগের শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, “মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুন হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি।”

২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, “ছাত্রদল আবার হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের মধ্যকার মাদক–সংক্রান্ত বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো। আজ তেজগাঁও কলেজে হয়েছে, কাল অন্য ক্যাম্পাসে হবে—অথবা আমাদের ক্যাম্পাসেও হতে পারে। আমরা চাই না ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আবার হত্যা–রাজনীতি ফিরে আসুক।”

উল্লেখ্য, এর আগে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা/লিমন/জান্নাত

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ‘আমরা জমিদার’ বলা সেই কর্মকর্তার পদোন্নতির আবেদন
  • দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, যানবাহন পারাপারে ভোগান্তি
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ পদে চাকরির সুযোগ
  • হৃদ্‌রোগীদের জন্য সুখবর, চমেক হাসপাতালে নতুন ক্যাথল্যাব
  • রাশিয়া ৫ বছরের মধ্যে হামলা চালাতে পারে, ন্যাটোপ্রধানের সতর্কবার্তা
  • কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন লাইটিং জেটি উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএর
  • সাকিবুল হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • এক বছরে পারাপারে দুর্ভোগ কতটা কমল, কী বলছেন যাত্রীরা