শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) রুটিন দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি। এ জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে বসতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এ দৌড়ে এগিয়ে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রায়হান বাদশাহ। এ ছাড়া আফরোজা বেগম, সমীর কুমার রজক দাস, মো.

মিনহাজুল হক, মো. তারেক আনোয়ার জাহেদী ও জালাল উদ্দিন চৌধুরীর নামও শোনা যাচ্ছে।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রায়হান বাদশাহকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়। তিনি তিন মাস দায়িত্ব পালন করেন। পরে সবার কনিষ্ঠ জালাল উদ্দিন চৌধুরীকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দিয়ে রায়হান বাদশাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রকৌশলী জানান, রায়হান বাদশা দীর্ঘদিন ধরে বঞ্চিত একজন প্রকৌশলী। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে সৈয়দপুরের বিহারি এবং ছাত্রজীবনের বিশেষ তকমা লাগিয়ে প্রধান প্রকৌশলী পদে বঞ্চিত করা হয়েছিল। এমনকি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ খালি থাকলেও তাঁকে পদোন্নতি দেওয়া হয়নি।

ইইডির প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. জালাল উদ্দিন চৌধুরী সমকালকে বলেন, এটি আসলে জ্যেষ্ঠতার ভিত্তিতে বসানোর কোনো পদ নয়। এখানে যাকে যোগ্য মনে করে, সরকার তাকে বসায়। আমার ক্ষেত্রেও জ্যেষ্ঠতার নীতি মানা হয়নি। উপদেষ্টা এবং শিক্ষা সচিব যাকে উপযুক্ত ও যোগ্য মনে করবেন, তাকে বসাবেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ক্রিজে সেট হয়ে দলকে বড় রানের পথে তুলে নেন স্টিভ স্মিথ। ফিফটি তুলে নেন অ্যালেক্স কেরি। কিন্তু টার্নিং পয়েন্টে তাদের আউট করে ৩ বল থাকতে ২৬৪ রানে অজিদের অলআউট করেছে ভারত। 
 

সম্পর্কিত নিবন্ধ