অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদ জড়িতদের বিচার দাবি
Published: 16th, January 2025 GMT
কুমিল্লা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী-শিক্ষকরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরতলীর কোটবাড়ি এলাকায় কলেজ ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় জড়িতদের বিচার দাবি করা হয়।
অভিযোগ করা হয়, গত সোমবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে যান সাবেক অধ্যক্ষ ইফতেখার আলম ভূঁইয়া। এ সময় সঙ্গে ছিলেন তাঁর ভাই কাউসার আলম ভূঁইয়াসহ কয়েকজন। এ সময় উত্তেজিত হয়ে ইফতেখার আলম ভূঁইয়াকে বলতে শোনা যায় ‘একদম চুপ, কান ফাটাইয়া ফেলমু, বের হ’। বেশ কয়েকবার থাপ্পড় নিয়ে তেড়ে যান ইফতেখার ও তাঁর ভাই কাউসার। আকস্মিক ঘটনায় হতচকিত হয়ে যান অধ্যক্ষ ও উপস্থিত সবাই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অনেকটা বাধ্য হয়ে অধ্যক্ষ বের হয়ে যান। অধ্যক্ষকে লাঞ্ছিত করার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইফতেখার আলম প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরী শাখার সহসভাপতি।
কলেজ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কুমিল্লার কোটবাড়িতে সিটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডারদের মধ্যে ইফতেখার আলম ভূঁইয়া অন্যতম। তিনি কলেজটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ পদেও নিয়োগ পান। ৪ বছরের মাথায় পরিচালনা নিয়ে ঝামেলা হওয়ায় তিনি শেয়ারমানির ২৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা তুলে নেন। কিন্তু সরকার পতনের পর ইফতেখার আলম ও তাঁর ভাই কলেজ দখলে নিতে দফায় দফায় কলেজে যান। সর্বশেষ গত সোমবার তিনি লোকজন নিয়ে কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করেন। তবে অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন ইফতেখার আলম ভূঁইয়া। তাঁর ভাষ্য, তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা।
২০১৩ সালে আওয়ামী লীগের তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের নির্দেশে কলেজটি জবরদখল করা হয়েছিল। তিনি অধ্যক্ষের দপ্তরে গিয়ে উত্তেজিত হয়েছিলেন। অধ্যক্ষকে লাঞ্ছিত করেননি।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল বলেন, ‘ইফতেখার আলম ভূঁইয়া জামায়াতে ইসলামীর কোনো পদে নেই। তবে পেশাজীবী সংগঠনের নেতা এবং জামায়াতের রাজনীতি করেন। ভাইরাল ভিডিওটি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমিরের দৃষ্টিগোচর হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।’
কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান বলেন, ‘আমার কক্ষে ওইদিন যা ঘটেছে, সব সিসিটিভি ফুটেজে আছে। এ জন্য আর সাক্ষ্য-প্রমাণ তদন্তের দরকার হয় না। আমার অফিস কক্ষে প্রবেশ করে এমন অশালীন আচরণ কোনো ভদ্র লোকের পক্ষে সম্ভব নয়।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ঞ ছ ত কর
এছাড়াও পড়ুন:
শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।
১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।