ময়মনসিংহের হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ‘লোক দেখানো মামলা’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভক্তরা। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের নেতারা। তারা হামলা-ভাঙচুরের প্রতিবাদ করতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ভক্তরা জানান, গত ৮ জানুয়ারি রাত ১১টার দিকে একদল মাদ্রাসা শিক্ষার্থী থানার সামনের মাজারের বার্ষিক ওরস ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় নিরাপদে সরে গিয়ে রক্ষা পান শিল্পীরা। এরপর রাত ৩টার দিকে আবারও মাজারে ভাঙচুর চালায় হামলাকারীরা। এ ঘটনায় মামলা করেছেন মাজারের এক ভক্ত। গত মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে মাজারের সামনে সমাবেশ ডাকলে ১৪৪ ধরা জারি করে জেলা প্রশাসন। যদিও ১৪৪ ধারা জারি করা স্থান থেকে কিছুটা দূরে পাটগুদাম র‍্যালির মোড়ে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। বিকেলে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরেও মানববন্ধন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান। মাজারে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হামলার প্রতিবাদ করতে গিয়েও আমরা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি। যারা সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে, পুলিশ তাদের বাঁচানোর জন্য ১ হাজার ৫০০ জনকে আসামি করিয়ে লোক দেখানো মামলা নিয়েছে।’

অভিযোগের বিষয়ে সদর থানার ওসি শরীফুল ইসলাম খান বলেন, ‘মাজারের লোকজন এসেই মামলা দিয়েছেন। আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলায় কোনো লোক দেখানো বিষয় নেই।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ

এছাড়াও পড়ুন:

সারা দেশে পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিন।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, ঢাকায় বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরবাসী জীবনে স্বস্তি আসে। তবে টানা ৩ ঘণ্টার বৃষ্টি ভুগিয়েছে তাদের। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। 

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • শহীদকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে
  • বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান
  • ঢাকায় ঝুম বৃষ্টি
  • ময়মনসিংহে রাজস্ব তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ
  • সারা দেশে পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি এক দিনের রিমান্ডে
  • ময়মনসিংহে বাবা-ছেলেকে হত্যার পর মাজার ও বাড়ি ভাঙচুর, নেপথ্যে কী
  • পলিটেকনিকের শিক্ষার্থীদের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি
  • ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটির ৮ সদস্যের অনাস্থা