সিমেন্টের লাইম স্টোনে সম্পূরক শুল্ক প্রত্যাহার চান উদ্যোক্তারা
Published: 16th, January 2025 GMT
সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইম স্টোনে নতুন করে আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, এতে সিমেন্ট তৈরির খরচ বেড়ে যাবে। বাধাগ্রস্ত হবে উৎপাদন।
সম্প্রতি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে সিমেন্ট উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। চিঠিতে বলা হয়, সম্পূরক শুল্ক আরোপ করা হয় সাধারণত বিলাস দ্রব্য ও আমদানি নিরুৎসাহিত করতে। কিন্তু লাইম স্টোন সিমেন্ট শিল্পের একটি অন্যতম কাঁচামাল। পণ্যটির আমদানি মূল্য অন্য কাঁচামালের চেয়ে তুলনামূলক কম। অত্যন্ত পরিতাপের বিষয়, সম্প্রতি পণ্যটির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে, যা সিমেন্ট উৎপাদনকারীদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে।
চিঠিতে বলা হয়, সিমেন্ট শিল্প বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছে। এর কারণ ডলার সংকটে আমদানির ঋণপত্র খুলতে ব্যাংকের অনাগ্রহ, ব্যাংক ঋণে চড়া সুদহার এবং বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইত্যাদি। এমন পরিস্থিতির মধ্যে যেখানে সরকারের পক্ষ থেকে শুল্ক-সহায়তা নিয়ে এগিয়ে আসা দরকার ছিল, সেখানে উল্টো বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এতে এ শিল্পের সংকট গভীরতর করছে। এ কারণে লাইম স্টোনের ওপর সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
২০২৩ সালেও লাইম স্টোনের ওপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়। পরে এ খাতের উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে দু-তিন মাস পর তা প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে বিসিএমএর নির্বাহী পরিচালক সমকালকে বলেন, ‘এমনিতেই এখন ব্যবসা মন্দা যাচ্ছে। এর মধ্যে লাইম স্টোনে শুল্ক বসাল এনবিআর। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এ পরিস্থিতিতে আরোপিত শুল্ক প্রত্যাহারের অনুরোধ করছি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব