চলতি মাসেই কমিটি, বিপাকে গাড়ি কেলেঙ্কারিতে জড়িতরা
Published: 16th, January 2025 GMT
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি চলতি মাসেই ঘোষণা হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নেতৃত্বে ফিরতে মরিয়া আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়া।
২০১৯ সালের অক্টোবরে গঠিত কমিটিতে সুফিয়ান আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এনাম। আর কর্ণফুলী বিএনপির আহ্বায়ক ছিলেন মামুন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নগরীর কালুরঘাটের একটি ওয়্যার হাউস থেকে এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি বের করার ভিডিও ভাইরাল হয়। সুফিয়ান, এনাম ও মামুনের তদারকিতে গাড়িগুলো পার করার অভিযোগ এলে গত ১ সেপ্টেম্বর ৬৫ সদস্যের কমিটি ভেঙে দিয়ে তিনজনকে বহিষ্কার করে বিএনপি।
সূত্রের খবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত। নতুন কমিটি সামনে রেখে নতুন মেরূকরণ হচ্ছে। শীর্ষস্থানীয় পদ পেতে চেষ্টা চালাচ্ছেন বিভক্ত গ্রুপের সিনিয়র নেতারা। তারা হাইকমান্ডের কাছে সুফিয়ান, এনাম ও মামুনের অপকর্ম তুলে ধরছেন। এতে তিন নেতা ও তাদের বলয়ের নেতাকর্মী বিপাকে পড়েছেন। বিভক্তি আরও বাড়ছে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারেন।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে কয়েকটি প্রস্তাবনা বিবেচনা করছে হাইকমান্ড। এর মধ্যে দলের সাবেক সহসভাপতি ইদ্রিছ মিয়াকে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসকে যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে সম্প্রতি একটি কমিটি ঘোষণার প্রস্তুতি নেয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে পদপ্রত্যাশী অন্যরা তীব্র প্রতিক্রিয়া দেখান। ফলে কমিটি ঘোষণা আটকে যায়।
গত ২৫ ডিসেম্বর বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর অনুসারীদের নিয়ে পুরোদমে মাঠে নেমেছেন এনাম। বড় একটি অংশ তাঁকে নতুন কমিটির আহ্বায়ক দেখতে চান। এনাম বলেন, ‘দলের দুঃসময়ে মাঠে ছিলাম। বিষয়টি দলের হাইকমান্ড ভালোই জানে। আশা করছি, আমাকে মূল্যায়ন করা হবে। যদিও একটি পক্ষ আমার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীকেও একই পদে চাইছেন পৃথক দুটি গ্রুপ। কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মামুন মিয়াও পদটি পেতে চেষ্টা চালাচ্ছেন। দীর্ঘদিন পর সক্রিয় হয়েছেন পটিয়ার সাবেক এমপি গাজী শাহাজান জুয়েল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কমিটির বিষয় তদারকি করছেন। তাঁর সঙ্গে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-৮ আসনে ২০১৮ সালে দলীয় মনোনয়ন পান আবু সুফিয়ান। পরে উপনির্বাচনেও অংশ নেন তিনি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তিনিও মাঠে আছেন। অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ করছেন সুফিয়ান। এ আসনে নির্বাচন করতে আগ্রহী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহও। আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক থাকাকালে আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়। আমি চেষ্টা করেছি, দল পুনর্গঠনে। এখন আমি দায়িত্ব নিতে আগ্রহী নই। তবে দল চাইলে ভিন্ন কথা।’
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘দ্রুত দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীকে কমিটিতে গুরুত্ব দেওয়া হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ-খবর নিচ্ছি।