শিক্ষার্থীকে মারধর, ইবিতে দুই পরিবহনের বাস আটক
Published: 15th, January 2025 GMT
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে একটি পরিবহন ও শ্রমিক ইউনিয়নের লোকজন মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার গড়াই ও রূপসা পরিবহনের অন্তত ৬টি বাস আটক করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে রাতে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ বুধবার বেলা ১১টার দিকে স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশে গড়াই পরিবহনের একটি বাসে ওঠেন। একপর্যায়ে চালক গাড়ি দ্রুত চালালে আসিফ গতি কমাতে বলেন। তখন বিষয়টি নিয়ে চালক ও সহকারীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পৌঁছলে আসিফকে গাড়ি থেকে নামিয়ে চালক, সহকারী এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে মারধর করেন।
আসিফ ক্যাম্পাসে ফিরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে তারা বেলা সাড়ে ৩টায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বাস আটকাতে শুরু করেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত দুই পরিবহনের ৫টি বাস আটক করেন শিক্ষার্থীরা। আসিফকে মারধরের বিষয়টিসহ শিক্ষার্থীদের বাসকেন্দ্রিক সব সমস্যার সমাধানের দাবি জানান ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বাসের লোকজন সবসময় শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। শিক্ষার্থীদের ভাড়ার হাফ পাস থাকলেও তারা ভাড়া কম নিতে চান না, উল্টো দুর্ব্যবহার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: র ল কজন ব স আটক ব ষয়ট ম রধর
এছাড়াও পড়ুন:
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৮৮১ সালের ২৫ এপ্রিল খুলনাকে জেলার মর্যাদা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে এর অবস্থান।
নদ-নদী বিধৌত হযরত খানজাহান আলীর (রহ.) স্মৃতি বিজড়িত সুন্দরবনের কোল ঘেঁষা অপরূপ এ জেলাটি লম্বা আকৃতির ও চৌকা ধরনের। দেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
শুক্রবার (২৫ এপ্রিল) খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শিববাড়ির মোড়ে আয়োজিত সমাবেশ উদ্বোধনের পর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
খুলনার সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।
ঢাকা/নুরুজ্জামান/টিপু