কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুরা ছাড়া বাকি আটজন নারী। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরির্দশক শোভন কুমার শাহ।

এর আগে ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন। অবৈধ অনুপ্রবেশ রোধে সব আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেষ হলো ঢাবি শিক্ষকদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

সোমবার (৩ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্রেইনিং প্রোগ্রাম: ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি ট্রেইনিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

আরো পড়ুন:

রাজধানীর লোকাল বাসে মারধরের শিকার ঢাবি শিক্ষক

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ