মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুল আকবর। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ এন এম শাহেদ হাসান। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজম। 

জানা গেছে, ১৩৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো.

মাহাবুবুল আকবর। সভাপতি পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. রোকনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এন এম শাহেদ হাসান পেয়েছেন ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ৬৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে ১৩৫ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি) মো. ইমরান হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি) মো. আহসান হাবীব খান, হিসাব নিরীক্ষক মো. রিজাউল করিম, গ্রন্থাগারিক মো. জাকির হোসেন ও ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে আনোয়ার জাহিদ ও নির্বাহী সদস্য (ছয়জন) আ না ম ওবায়দা শহীদ, ইদ্রিস আলম, তারিকুল ইসলাম, এ কে এম মোকলেছুর রহমান, ফারহানা জুবায়রা ও মুনশি মো. মফিজুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আইনজীবী সমিতিতে ২৮৭ জন ভোটার ছিলেন। এর মধ্যে বুধবার ভোট দিয়েছেন ২২৩ জন সদস্য।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব হয় ছ ন

এছাড়াও পড়ুন:

আইনজীবীকে কুপিয়ে ৫ মিনিটেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালাল ডাকাত দল

নাটোরের লালপুর উপজেলায় সাধন কুমার দাস (৪২) নামের এক আইনজীবীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত দলের দায়ের কোপে ওই আইনজীবীসহ একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার পর লালপুর সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাধন কুমার দাস নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও মাদবপুর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাঁর ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও ভাতিজার স্ত্রী সুমি রানী (২৫) বাধা দিতে গিয়ে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। পরিবারটির দাবি, ডাকাতেরা বাড়ি থেকে তিন লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে ৮-১০ জন ডাকাত রাম দা, চায়নিজ কুড়াল ও হাঁসুয়া নিয়ে বাড়ির পেছনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তাঁরা সাধনের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে টাকা ও স্বর্ণালংকার দিতে রাজি না হলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর ভাতিজা রিপন ও ভাতিজার স্ত্রী সুমি বাধা দিতে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করে ডাকাতেরা। ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাধনকে গতকাল রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

আহত রিপন কুমার বলেন, অসাবধানতাবশত তাঁর কাকা সাধন শয়নকক্ষের দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলেন। ডাকাতেরা পেছনের ফটক ভেঙে ভেতরে ঢুকে প্রথমেই তাঁর ঘরে ঢুকে তাঁকে বেঁধে ফেলে। পরে তাঁকে কুপিয়ে সব টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা মাত্র পাঁচ মিনিটে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে মাঠে কাজ করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক এমপি সারওয়ার কবীরের ২ দিন রিমান্ড মঞ্জুর
  • টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক, দাবি আইনজীবীর
  • জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
  • তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি 
  • নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • নাটোরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩ জনকে কুপিয়ে জখম
  • আইনজীবীকে কুপিয়ে ৫ মিনিটেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালাল ডাকাত দল
  • বিবাদে বিএনপির দু্‌ই নেতা
  • ‘টাকা পাচারকারীরা শয়তানের মতো, ধর‌তে পার‌লে ছাড় নেই‘
  • আধিপত্যের দ্বন্দ্বে নষ্ট হওয়ার পথে ২৫০ বিঘার পাকা ধান