নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মত বিনিময় করেছে নারায়ণগঞ্জের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে। বুধবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে সকলের সাথে পরিচিত হন নবাগত ডিসি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক বরাবর তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা একদিকে জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন অপর দিকে আপনারা হলেন সমাজের দর্পন। জাতির কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনারা সমাজের চরিত্র তুলে ধরেন।

আজ আপনারা বিভিন্ন সমস্যার কথা জানালেন। এর মধ্যে কয়েকটি সমস্যা প্রায় প্রতিটি জেলাতেই দেখা যায়। আপনারা ডাক্তারের সমস্যার কথা বললেন, জমি দখল,নদী দুষন; এই সমস্যা গুলো প্রত্যেকটা জেলাতেই দেখতে পাই। তবে, আপনাদের কথায় নারায়ণগঞ্জের জন্য মুল চ্যালেঞ্জ আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, যানজট। এটা ছাড়া হকারদের বিষয়টাও একটি বড় সমস্যা।

 জেলা প্রশাসক হিসেবে বলতে চাই, এইসকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি জেলায় আসি। তবে, আমরা যখন কাজ করতে আসি তখন ওই জেলাটাকে নিজের জেলাই মনে করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) ড.

মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, একদিন আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র সমস য র আপন র

এছাড়াও পড়ুন:

মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে ছাত্র শিবিরের র‌্যালি, লিফলেট বিতরণ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শহরে এই র‌্যালির আয়োজন করা হয়েছে।  

র‌্যালিটি শহরের মেট্টোহল থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন।

র‌্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পর‌্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাঈলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, স্কুল ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আল হেলাল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  
এ বিষয়ে মহানগর সভাপতি হাফেজ মো. ইসমাঈল বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   
  • ত্বকী হত্যার বিচার শুরু করার দাবি জানিয়ে দেশের ১৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
  • মহানগর ১২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • চাঁদাবাজি ও মাস্তানি করলে বিএনপিতে স্থান হবে না
  • মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে ছাত্র শিবিরের র‌্যালি, লিফলেট বিতরণ