Risingbd:
2025-03-03@10:36:45 GMT

পাকিস্তান যাচ্ছেন রোহিত

Published: 15th, January 2025 GMT

পাকিস্তান যাচ্ছেন রোহিত

ভারত কোনভাবেই পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) এই ঘোষণার পর লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ঠিকই অংশগ্রহণ করবে। তবে সূচি এমনভাবে সাজানো হয়েছে যেখানে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। তবে এসবের মাঝে চোখ কপালে তোলার মত খবর হচ্ছে পাকিস্তানে যাচ্ছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। 

ক্রিকেট ভক্তদের মাঝে আলোচনার খোরাক তৈরি করেছে এ সংবাদ। কেন পাকিস্তান যাবেন রোহিত? এমন কৌতুহলী প্রশ্ন এখন ভক্তদের মনে মনে।

জানা গেছে, ভারত ক্রিকেট দল যাচ্ছে না পাকিস্তানে। তবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রোহিত যাচ্ছেন প্রতিবেশী দেশটিতে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রোহিতও।

আরো পড়ুন:

চট্টগ্রামে বিপিএল টিকিট কিনতে দীর্ঘ সারি, সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা

‘সুপার’ সাদিয়ার জাদুতে সুপার ওভারে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’। নিজস্ব সূত্রের বরাতে সংস্থাটি প্রতিবেদনে লিখেছে, “ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন। কারণ, পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে একটি বিশাল আন্তর্জাতিক ক্রিকেট আসরের আয়োজনকে স্মরণী করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।”

তথ্য অনুযায়ী রোহিত যদি সত্যিই পাকিস্তানের মাটিতে পা রাখেন, তবে তার ১৭ বছরের অপেক্ষা ফুরাবে। এর আগে ২০০৮ সালে ভারত দলের হয়ে এশিয়া কাপ খেলতে ভারতে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেলের বিধিতে বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচও হবে আরব আমিরাতে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণীও ম্যাচ হবে সেখানে। তবে ভারতীয়রা আগেভাগে বাদ পড়লে ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষণ এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান আয়োজিত হতে পারে। 

উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ১৯৯৬ সালে। সেবার তাদের সঙ্গে যৌথভেবে আয়োজক ছিল শ্রীলঙ্কা এবং ভারতও। সুদীর্ঘ ২৯ বছর পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান।

ঢাকা/নাভিদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কিছু মানুষ ভয়ংকর আক্রমণাত্মক হয়ে আছে: স্বস্তিকা

পশুপাখি নিয়ে কাজ করেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিতও হয়েছেন তিনি। এর ঠিক পর শেয়ার করেন একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু মানুষ ভয়ংকর আক্রমণাত্মক হয়েই আছে। ধর্ষণ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে বাস, ট্রেন, অফিস-বন্দর, বাড়ি কি স্কুল-কলেজে। কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ!’

অনেকেই এদিন অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন।

এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতা করে লেখেন, ‘রাস্তার কুকুর মাঝেমধ্যেই কামড়ায়। সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় বেশিরভাগ হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায় না। আমিও কুকুরপ্রেমী। কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন-ধর্ষণকে জুড়ে দেওয়ার ন্যাকামিটা হাস্যকর লাগলো। রাস্তার কুকুরের ভ্যাক্সিনেশন, স্টেরিলাইজেশন, হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে, সেই সরকারী মন্ত্রী সান্ত্রীদের সঙ্গে যখন পরের বার ওঠবস করবেন, তখন তাদের এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম। আপনি সেলিব্রেটি। আপনার কথায় কাজ হতে পারে।’

তৃতীয় ব্যক্তি লেখেন, মানুষ অন্যায় করলে তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে বিচার হয়। কুকুর ভুলভাবে নিরীহ মানুষকে কামড়ালে তার বিচার কোথায় হয়? আপনি তুল্যমূল্যটায় আনলেন তাই বললাম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'প্রসঙ্গ যাই হোক না কেন এই মহিলার সব সময় রেপ ভিকটিম কার্ড খেলতেই হয়।

অনেকেই আবার স্বস্তিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা বলেছেন।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘সপাটে সত্যি কথা বলে দিলেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন একগুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি জানালেন নির্বাকদের কণ্ঠ হয়ে ওঠার জন্য এই সম্মান পেয়েছেন। স্বস্তিকা লেখেন, ‘এই পুরস্কারটা আমার জীবনের সাবিত্রী এবং ফুলকিদের জন্য।’

সম্পর্কিত নিবন্ধ