‘দিন যায় কথা থাকে’ বিখ্যাত গানের এই কথাটি যেন প্রতিটি মানুষের জীবনে সুনিপুণভাবে গাঁথা। একটি মানুষ যখন বার্ধক্যে পৌঁছায় তখন পেছনের স্মৃতিগুলো চোখের সামনে যেন জীবন্ত হয়ে ভেসে ওঠে। 

তেমনি নিজের শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজিত মিলনমেলায় উপস্থিত হন এই প্রখ্যাত রাজনীতিবিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ ও আইডি থেকে ওই আয়োজনের ভিডিও লাইভ করা হয়। সেখানেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ের মির্জা ফখরুল। 

ভিডিওতে দেখা যায়, একটি স্থানে বসে মাইক হাতে নিয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা পরামর্শ নয়। ভিডিওর সবটুকু সময় জুড়ে এই রাজনীতিবিদ স্মৃতিচারণা করেছেন। নিজের শৈশব ও কৈশোরের। স্মরণ করেছেন স্কুল জীবনের বন্ধুদের। যারা বেঁচে নেই তাদের কথা বলতেই চোখের কোণে জল গড়িয়েছে বন্ধুমহলে অপূরণীয় শূন্যতার জন্য। এ যেন এক লুকানো মির্জা ফখরুল। যাকে এর আগে কখনো দেখা যায়নি! এ আয়োজনের একাধিক ফেসবুক লাইভের কমেন্টবক্সে মানুষের মন্তব্যজুড়ে ভালোবাসা আর শুভেচ্ছার ছড়াছড়ি। স্মৃতীর ভেলায় ভেসেছেন কেউ কেউ। কমেন্টেও করেছেন স্মৃতিচারণ। 

মির্জা ফখরুল পুরনো বন্ধুদের কাছে পেয়ে স্মরণ করিয়ে দেন ফেলে আসা দিনের কথা। নিজেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান বন্ধুদের। 

শৈশবের বন্ধুদের স্মৃতির কথা বলতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া বন্ধুদের স্মরণ করে বলেন, “আমার ঘনিষ্ট বন্ধু কুদ্দুস আমাদের মাঝে থেকে অনেক আগেই চলে গেছে। মনোয়ার চলে গেছে, যার সাথে সারাদিনে একবার দেখা না হলে খারাপ লাগতো। অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছে। যারা এখনো বেঁচে আছি, আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা। আমি আছি, আমি বেঁচে আছি।”

এসময় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুন্দর আয়োজনের জন্য। তিনি বলেন, “আমরা যারা বেশিরভাগ ঘর থেকে বের হই না, যেমন হুমায়ন স্যার, রবি দা এনারা ঘর থেকে বের হন না। তাদের আমরা আজ আবার ঘর থেকে বের করে নিয়ে এসে এক সাথে করার সুযোগ করেছি।”

তিনি বলেন, “আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই অসুস্থ। আজ সকালে বন্ধু আনিসুরকে দেখতে গিয়েছিলাম। একেবারেই শয্যাশায়ী। নিয়মিত চিকিৎসা নিচ্ছে। জানি না আমরা কে কখন চলে যাব। কিন্তু যাওয়ার আগে অন্তত আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরো বলেন, “যখন স্কুলে পড়ি, খুবই দুষ্টু ছিলাম এবং বখরান সাহেব ছিলেন আমাদের ক্যাপ্টেন। আমরা দুষ্টুমী করতাম আর ক্যাপ্টেন আমাদের নামে হেড স্যার রোস্তম আলী স্যারকে নালিশ করলেন। কিছুদিন পর হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ঘরের ভিতরে লাইন করে দাঁড় করালেন এবং সবাইকে একটা করে বেত দিলেন। আমাদের সেই শৈশব ও স্কুলের জীবন আমি কখনই ভুলতে পারি না। সেই দিনগুলো যদি আমার ফিরে পেতাম!”

স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “স্বাধীনতার পরে বন্ধুদের সঙ্গে রংপুরে এক কাজে গিয়েছিলাম। রাতের বেলা কী করব? ঠিক করলাম সিনেমা দেখবো। কিন্তু সিনেমা দেখার জন্য তখন আমাদের হাতে টিকেট ছিলো না। তারপরেও ভিড় ডিঙিয়ে টিকিটের ব্যবস্থা করে সিনেমা দেখেছি। এগুলো আমার কাছে এখনো মধুর স্মৃতি হয়ে আছে।”

এসময় কবিতা আবৃত্তির অনুরোধ করা হলে তিনি বলেন, “একসময় আবৃত্তি করতাম, এখন করি না বক্তৃতা করি। তার পরেও আমি চেষ্টা করব কবিতা আবৃত্তি করার। একসময় আমিও নাটক করেছি, রঙ মেখেছি, একসময় নাট্যগোষ্ঠী করতাম।” 

পরে তিনি তাঁর প্রিয় কবিতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করে শোনান বন্ধুদের।

ঢাকা/হিমেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত স মরণ ফখর ল

এছাড়াও পড়ুন:

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মিরাকল লাভ। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: গরিব জামাই। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, শেলী আহসান, সোহাগ প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নসিব। রচনা: এন ডি আকাশ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বউ বেশি বুঝে। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রেম ভাই। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তটিনী। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: হৃদয়ে রেখেছি গোপনে। পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনী।

আরো পড়ুন:

ঈদের আগে উড়াল দিলেন ফারিণ

হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: বউ আমার মেম্বার। পরিচালনা: ফজলুল সেলিম। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মাকড়সা। পরিচালনা: রাগিব রাইহান পিয়াল। অভিনয়ে: সাবিলা নূর, শ্যামল মাওলা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক একক নাটক: শহরের যত রঙ। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।

চ্যানেল আই
বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: একান্নবর্তী। পরিচালনা: মাহিন খান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: সামনে সমুদ্র। গল্প: রাবেয়া খাতুন। পরিচালনা: আবুল হায়াত। অভিনয়ে: আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চালাকি। পরিচালনা: সালাহ উদ্দিন লাভলু। অভিনয়ে: শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ প্রমুখ।

বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্লাক মানি। পরিচালনা: হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মানি লোকের মান। পরিচালনা: ফরিদুল হাসান। অভিনয়ে: জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে: মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লন্ডনি জামাই। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট্রাক ড্রাইভার। পরিচালনা: রুহুল আমিন শিশির। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: নীল রঙের সাইকেল। রচনা: সেজান নূর। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: খাল কেটে কুমির। রচনা: অনামিকা মণ্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: নিলয়, হিমি প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: সুন্দরী ভাতা। পরিচালনা: সোহেল রানা ইমন। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক: চোর পুলিশ। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

বাংলাভিশন
রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: মিয়া ভাই। রচনায় ইশতিয়াক আহমেদ। পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক: মাইরের ওপর ওষুধ নাই। রচনা ও পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

মাছরাঙা টিভি
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক: ব্রেকআপ থেকে শুরু। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: নিলয়, হিমি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: বেকার বারেক। রচনা ও পরিচালনা: সাইফ আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক: বাজি। রচনা ও পরিচালনা: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক ফারহান, কেয়া পায়েল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ার শেরপুরে শিশুপার্কে নেই খেলনা, ঈদ আনন্দ থেকে বঞ্চিত শিশুরা
  • ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
  • সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
  • দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে: খালেদা জিয়া
  • ঈদের দ্বিতীয় দিন টিভিতে যেসব নাটক-টেলিফিল্ম থাকছে
  • নীলফামারীতে বিএনপির দু’গ্রপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
  • নীলফামারীতে বিএনপির দু’গ্রপে কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
  • ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
  • আজ টিভি পর্দায় যত নাটক
  • ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম