সীমান্ত থেকে ভারতীয় এক কৃষককে ধরে নেওয়া হয়েছে—বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভুক্তভোগী কৃষকের পরিবার দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে এমন অভিযোগ করেন। 

এ ঘটনা দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামের। 

স্থানীয় সূত্রের দাবি, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর হোসেন শেখ বিএসএফ-এর কাছে তার পরিচয়পত্র জমা দিয়ে কাঁটাতার পেরিয়ে জিরো পয়েন্টের কাছে ভারতের ভূখণ্ডের মধ্যে থাকা নিজের জমিতে চাষ করতে যান। মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরেননি। এরপরই সীমান্তবর্তী অন্যান্য চাষিদের বরাতে জানা যায়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ওই কৃষককে ধরে নিয়ে যায়। 

স্থানীয় আরেক সূত্রের দাবি, ভারতীয় ওই কৃষক জমিচাষের নামে সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও তিনি স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার তাকে হাতেনাতে ধরে বিজিবি। 

যদিও এ বিষয়ে বিএসএফ ও বিজিবি—কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 

ঢাকা/সুচরিতা/এনএইচ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত সীমান্তে মারধরের শিকার দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, দেশে ফিরে কারাগারে

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষুদ্র উদ্যোগে সুযোগের বৈষম্য দূর করতে হবে
  • অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ
  • ভারতে মারধরের শিকার দুই বাংলাদেশিকে ফেরত, দেশে ফিরে কারাগারে
  • ভারত সীমান্তে মারধরের শিকার দুই কৃষককে ফেরত দিল বিএসএফ, দেশে ফিরে কারাগারে