একইসঙ্গে ধরা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি
Published: 15th, January 2025 GMT
প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সহজে জিততে জিততে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শুরুতে গোল খেয়েও কোন রকম সমতায় মাঠ ছেড়েছে লিভারপুল। চেলসি শুরুতে লিড নিলেও শেষ সময়ের গোলে একটা পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
সব মিলিয়ে মঙ্গলবার রাতে ধরা খেয়েছে প্রিমিয়ার লিগের তিন বিগ থ্রি লিভারপুল, চেলসি ও ম্যানসিটি। এতে লিভারপুল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও দুইয়ে উঠে গেছে নটিংহাম। চেলসি নেমে গেছে চারে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানসিটি ম্যাচের ৬৬ ও ৭৮ মিনিটে ফিল ফোডেনের গোলে লিড নেয়। অথচ ৮২ ও ৯২ মিনিটে গোল খেয়ে পেপ গার্দিওলার দলকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। মৌসুম জুড়েই সিটিজেনদের গলার কাটা হয়ে আছে রক্ষণভাগ।
লিভারপুল লিগ মৌসুমে মাত্র একটা ম্যাচ হেরেছে। সেটা নটিংহাম ফরেস্টের বিপক্ষে। দ্বিতীয় লেগেও শুরুতে হারের শঙ্কায় পড়ে যায় অল রেডসরা। ৮ মিনিটে গোল হজম করে তারা। বদলি নেমে ডিয়াগো জোটা ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান। আর্নে স্লটের দল জয়ের জন্য লড়াই করলেও পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি।
চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলছে বোর্নামাউথ। পয়েন্ট টেবিলে সাতে থাকা দলটির বিপক্ষে চেলসি ১৩ মিনিটে লিড নেয়। গোল করেন কোলে পালমার। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বসে এনজো মারেস্কার দল। ক্লুভার্ট ৫০ মিনিটে পেনাল্টি থেকে ও ৬৮ মিনিটে সেমেনো গোল করে বোর্নামাউথকে ২-১ গোলে এগিয়ে নেন। যোগ করা সময়ে রিচি জেমস গোল করে ব্লুজদের সমতায় ফেরান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সঙ্গে আরো বিভিন্ন প্রতিপক্ষও আস্তে আস্তে যুক্ত হচ্ছে। তাদের মোকাবিলা করার মতো সক্ষমতা বিএনপির রয়েছে।” এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (২৩ এপ্রিল) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি ঘোষিত ৩১ দফা রোডম্যাপ নিয়ে দিনব্যাপী বিভাগীয় কর্মশালার সমাপনী পর্বে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিগত স্বৈরশাসনের আমলে বিএনপির প্রায় প্রত্যেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। স্বৈরাশাসকের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না বিএনপি। দলের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সেই জুলুম নির্যাতনের প্রতিশোধ নিতে হবে। যার ফলে দেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে।’’
আরো পড়ুন:
ফেনীতে বিএনপি কর্মীকে হত্যায় গ্রেপ্তার ৫
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: টুকু
তারেক রহমান বলেন, জনগণ মনে করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কিছু করতে পারার সক্ষমতা রাখে একমাত্র বিএনপি। তাই জনগণের সেই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একইসঙ্গে কর্মশালা থেকে দেশ গঠনের জন্য উপস্থিত সকলকে দলের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার নির্দেশ দেন তারেক রহমান।
বক্তব্যের পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করা নেতাদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। একইসঙ্গে আগামীতে তার দল বিএনপি ক্ষমতায় এলে উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
কর্মশালায় ৩১ দফার উপর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন পাভেল রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা। সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মশালা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে রংপুর জেলা, মহানগর, নীলফামারী জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত হাজারেরও অধিক নেতা অংশ নেন।
ঢাকা/বকুল/আমিরুল