চেক বাউন্সের পর রাজশাহীর অনুশীলন বাতিল
Published: 15th, January 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক জটিলতা নতুন কোনো ঘটনা নয়। তবে বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে কোনো অভিযোগ-ই করতে পারবেন না।
কিন্তু ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্বে পারিশ্রমিক ইস্যুতে ভেতরে ভেতরে ফুঁসছিলেন একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। এবার সেটা বড় আকার ধারণ করল। বিপিএলের নবাগত দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক পাননি বলে আজকের অনুশীলন বাতিল করেছে।
ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক স্থানীয় ক্রিকেটারদের দিয়েছিলেন। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্ষেপেছেন ক্রিকেটাররা। রাজশাহীর একাধিক স্থানীয় ক্রিকেটার রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন। পরবর্তীতে রাজশাহীর ম্যানেজমেন্ট থেকেও খবরের সতত্যা নিশ্চিত হওয়া গেছে।
আরো পড়ুন:
বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি
বিপিএল: দেশিদের রাজত্বে রঙিন চায়ের দেশ
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রাজশাহীর অনুশীলন সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ৯টা ৪৮ মিনিটে মিডিয়া ম্যানেজার মেসেজ দিয়ে অনুশীলন বাতিল হওয়ার কথা জানান।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ক্রিকেটারদের চেক বাউন্স হওয়ায় তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। সঙ্গে ১০ দিনের দৈনিক ভাতা বকেয়া রয়েছে।
বিস্তারিত আসছে…
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।