ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ
Published: 15th, January 2025 GMT
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের পঞ্চম দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় রয়েছে সিরিয়ার সিনেমা ‘উয়ানিং’। ২৭ মিনিটের এ সিনেমার নির্মাতা হোসাম হামো, এরপর থাকছে ভারতের ‘সিরিয়া সাওহা’ সিনেমার ইংরেজি নাম ‘ইন দ্য নেম অব ফায়ার’। ১০০ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন অভিলাষ শর্মা। দুপুর ১টায় রয়েছে চীনের ‘ম্যান কিয়ান বাও দি’। ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হাওফেং জু, জুনফেং জু। বেলা ৩টায় থাকছে চীনের ‘মো লু কুয়াং হুয়া কিয়ান’ সিনেমার ইংরেজি নাম ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’। ১০৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন নানা। বিকেল ৫টায় থাকছে ইরানের সিনেমা ‘তাবেস্তান-ই হামান সাল’। ছবির ইংরেজি নাম ‘সামার টাইম’। ১০৯ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ কালারি। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘নীলপদ্ম’। ৬৫ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় দেখানো হবে আর্জেন্টিনার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফিটো’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা কার্লোস ফারিনা, এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্য ম্যাজিক অব সান্তা ক্লজ’। ৯ মিনিটের এ সিনেমার নির্মাতা অ্যান্ড্রু ডি বার্গ। এরপর থাকছে রাশিয়ার ‘তিমির’। ৯১ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন নিকোলে কোরিয়াকিন। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার সিনেমা ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’। ১০৬ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেক্সি ফেডোরচেঙ্কো। বেলা ৩টায় থাকছে লিচেনস্টাইনের সিনেমা ‘দ্য ওম্যান অ্যান্ড দ্য ক্রস’। ৮০ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন আর্নো ওহরি। সন্ধ্যা ৫টায় দেখানো হবে সুইজারল্যান্ডের ‘দ্য স্পিরিচুয়ালাইজেশন অব জেফ বয়েড’। ১০৩ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন উয়ে শোয়ার্জওয়াল্ডার। সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাপানের ‘পারফর্মিং কারুস ফিউরেনাল’। ১০০ মিনিটের এ সিনেমার নির্মাতা নরিকো ইউয়াসা।
জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল সাড়ে ১০টায় দেখানো হবে জর্জিয়ার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মার্টা’। ১১ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেকসান্দ্রা জুকোভা। এরপর থাকছে রাশিয়ার ‘থার্টি সেকেন্ডস’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা ইভান সোসনিন, এরপর থাকছে গ্রিসের ‘অ্যানর্থোডক্সোস’। ২৪ মিনিটের এ সিনেমার পরিচালক কনস্টান্টিনোস আন্তনোপোলোস। এরপর থাকছে বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়ার সিনেমা ‘সাইলেন্স অব রিজন’। ৬৪ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন কুমজানা নোভাকোভা। দুপুর ১টায় প্রদর্শিত হবে রাশিয়ার ‘দ্য সং’। ৬ মিনিটের এ সিনেমার নির্মাতা ভিক্টর কিসলোভ। এরপর থাকছে ইতালির ‘মুসিন্তাসিয়া’। ১৪ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেসান্দ্রো নাভারিনো। এরপর থাকছে জর্জিয়ার ‘ফ্রম দ্য লাইফ অব লাইফ’। ৯৩ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন বেকা শিখারুলিজে। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ব্রাজিলের ‘সুরু’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা পেদ্রো আনিয়াস। এরপর মিসরের ‘ডিপার্চার’। ১২ মিনিটের এ সিনেমার নির্মাতা হিশাম মেটওয়ালি। এরপর থাকছে ইতালির ‘অ্যা ডিয়ার ডায়েড হিয়ার’। ১৫ মিনিটের এ সিনেমার নির্মাতা জন জিওর্দানো। তারপর জার্মানির ‘ফরওভার ইয়োরস’। ১৬ মিনিটের এ সিনেমার নির্মাতা এলিয়ট লুই ম্যাকি। রাশিয়ার ‘দ্য মাসকেটিয়ার্স ডটার’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা নিকিতা ট্রান্টসিভ। স্পেনের ‘লোবো’ ছবির ইংরেজি নাম ‘উলফ’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা চার্লি রিডার। ইতালির ‘অ্যানিমা’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা আন্দ্রে ব্যাগলিও। বিকেল সাড়ে ৫টায় থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফুলের পোশাক’, ‘আলেয়া’, ‘নিষ্প্রাণ’, ‘সেনাপতি দীঘি’, ‘বাংলাদেশি ক্রিরাশ’।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
সকাল সাড়ে ১০টায় থাকছে ভারতের ‘বেলাইন’। ৮৫ মিনিটের এ সিনেমার নির্মাতা সৌমিক রায়। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্লেমস’। ৯৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জারার খান। বিকেল সাড়ে ৪টায় থাকছে চীনের ‘জাই শাও এনভি হুয়া ইং জিয়া’ ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হবি ঝাং।
উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র কর ছ ন ১০ট য়
এছাড়াও পড়ুন:
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের পুনর্মিলনী। শুক্রবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব হয়। দীর্ঘ ৩৫ বছর পর পরস্পরকে কাছে পেয়ে আড্ডা ও খুনসুটিতে মেতে ওঠেন সবাই।
সকালে স্কুলজীবনের স্মৃতি হিসেবে ঘণ্টা বাজিয়ে শুরু হয় ব্যতিক্রমী এ অনুষ্ঠান। এর পর জাতীয় সংগীত, শপথবাক্য পাঠ ও র্যা লি শেষে প্রাক্তন শিক্ষক সম্মাননা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। প্রয়াত শিক্ষক ও ১৯৯০ সালের এসএসসি পরীক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর পর উত্তরীয় পরিয়ে, মানপত্র পাঠ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৯ শিক্ষককে। তাঁরা হলেন– গুরুদাস সাহা, রমেন্দ্র নাথ রায় কর্মকার, প্রভাত কুমার বিশ্বাস, মুজাফফর হোসেন মোল্লা, শামসুল হক ভোলা মাস্টার, হারুনুর রশিদ, ইউনুস আলী, খলিলুর রহমান, মোহাম্মদ হারুনুর রশীদ ও লোকমান প্রামাণিক।
বিশেষ সম্মাননা দেওয়া হয় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে। এসএসসি ’৯০ ব্যাচের কৃতী শিক্ষার্থী আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুলকেও সম্মাননা জানানো হয়। পরে সংবর্ধনা পাওয়া শিক্ষকরা অনুভূতি ব্যক্ত করেন।
স্মৃতিচারণ পর্বে বক্তৃতা করেন এসএসসি ’৯০ ব্যাচের শিক্ষার্থী প্রবীর সাহা, মিসকাতুর আহমেদ মিতু, মোস্তাক আহমেদ রানা, এস্তেয়াক আহমেদ রাজু, তাপস নন্দী পলাশ, অমরেশ রায়, অশোকেশ রায়, সরফরাজ খান সুন্দর, রেজাউল করিম, শ্যামলেন্দু চক্রবর্তী, শোয়েবুল ইসলাম, মিরাজুর রহমান, এনামুল করিম মামুন, হাবিব মৃধা, বাকী বিল্লাহ খান পলাশ, সজল কুমার সাহা প্রমুখ।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ’৯০ ব্যাচের শিক্ষার্থী, তাদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। শেষে পুরস্কার বিতরণ ও রাফেল ড্র হয়।