নতুন বাংলাদেশ বিনির্মাণে বীজ বপন করবো: উপদেষ্টা শারমীন মুরশিদ
Published: 15th, January 2025 GMT
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI সারা বিশ্বকে নাকি মহাকাশে নিয়ে যাবে, AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে, AI এর বিভিন্ন ব্যবহার হবে এবং আমরা শুনতে পাচ্ছি রূপকথার গল্পের মতো AI আমাদের জীবনটাকে আমূল পাল্টে দিতে পারবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-তে ৬তম জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, “AI এর ভাষা তোমরা বুঝবে, যেমনি ভাবে তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছো। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এ জন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করবো, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ।”
উপদেষ্টা অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের কম দেখছি উল্লেখ করে বলেন, “তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থান হলো, এর পিছনে মেয়েরাই ছিল অগ্রভাগে। ৭১ এ মুক্তিযুদ্ধের সময় এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে ছিলাম। অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে। তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছো বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মহিলা ও শিশু এবং অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “মূলধারার বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের বিজ্ঞানের যুগে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।”
এ সময় আরো বক্তব্য রাখেন- আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ।
পরে সন্ধ্যায় তিনি প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্র প্রবাস মেলার ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা/এএএম/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্রসহ দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।’’
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা, ক্যাফেটেরিয়া, রেশন স্টোরসহ নানা অবকাঠামো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
আরো পড়ুন:
রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বললেন যুব-ছাত্রদলের নেতারা
দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘‘কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে।’’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো বিভেদ নেই বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।’’
এ সময় নারাায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও পুলিশের কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি দপ্তর পরিদর্শনে যান তিনি।
ঢাকা/অনিক/বকুল