বাড়ির পাশে মাঠে খেলা করছিল শিশুরা। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসা এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় তারা। কিছুটা ভয় পায় শিশুরা। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়তে থাকলে শিশুরা আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে তারা মাটির নিচে উবু করে চাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। দ্রুত মাটি সরিয়ে নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা। 

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার সামিট ক্যাডেট একাডেমির পেছনের মাঠের পাশে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মাটি চাপা দেওয়া অবস্থা থেকে শিশুটিকে জীবন্ত উদ্ধার করেন স্বপ্না বেগম নামে এক নারী। তবে নবজাতকটির বাবা-মায়ের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বাঁচানোও যায়নি শিশুটিকে। 

স্বপ্না বেগমের ভাষ্য– তাঁর বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন তারা সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে মাটির নিচে উবু হয়ে পড়ে থাকতে দেখে। তখনও সে কান্না করছিল। তার নাড়িও কাটা হয়নি। দ্রুত শিশুটিকে উদ্ধার করে তিনি বাড়িতে নিয়ে পরিষ্কার করেন, বুকের দুধ পান করান। পরে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

গতকাল মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ওই নারী শিশুটিকে উদ্ধারের পর সেবা দিয়ে খানিকটা সুস্থ করে থানায় নিয়ে আসেন। পরে তারা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানান। 

গাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, তারা নবজাতককে গ্রহণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতেই সে মারা যায়। লাশ মর্গে রয়েছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
প্রথম সেমিফাইনাল
ভারত–অস্ট্রেলিয়া
সরাসরি, বিকেল ৩টা;
নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ২।

প্রথম ওয়ানডে (নারী)
নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা
সরাসরি, সকাল ৭টা;
সনি স্পোর্টস টেন ৫।

ঢাকা প্রিমিয়ার লিগ
ধানমন্ডি ক্লাব–ব্রাদার্স ইউনিয়ন
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলা
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।

রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদ
সরাসরি, রাত ২টা;
সনি স্পোর্টস টেন ২।

বরুসিয়া ডর্টমুন্ড–লিল
সরাসরি, রাত ২টা;
সনি স্পোর্টস টেন ৫।

পিএসভি–আর্সেনাল
সরাসরি, রাত ২টা;
সনি স্পোর্টস টেন ১।

এএফসি চ্যাম্পিয়নস লিগ
পাখতাকোর–আল হিলাল
সরাসরি, রাত ১০টা;
স্পোর্টস ১৮-১।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ