এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জানুয়ারির দুই সপ্তাহে সাতজন মারা গেলেন। এদের মধ্যে ছয়জনই পুরুষ। এক দিনে নতুন করে ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে চার এবং খুলনা ও রাজশাহী বিভাগে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। 

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ