সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। আজ বুধবার মিরসরাই ও জোরারগঞ্জ থানার পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মোশাররফ হোসেনকে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকায় একটি, চট্টগ্রামে আটটিসহ মোট ৯টি মামলা রয়েছে। চট্টগ্রামের আট মামলায় তাঁকে আদালতে হাজির করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
 
গত ২৭ অক্টোবর রাজধানীর নিজ বাসা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শাহজাহান ওমরসহ দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে, ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এ সময় তিন জনকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ