ডেনমার্ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটি নতুন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। কার্যক্রমটি গবেষণা, সংলাপ ও নীতি সমর্থনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার এবং সবুজ রূপান্তর এজেন্ডার ওপর জোর দেবে। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও সিপিডির নির্বাহী পরিচালক ড.

ফাহমিদা খাতুন চার বছরের এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, এখন সময় এসেছে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, সুশাসন এবং বাংলাদেশের সব প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলার জন্য কাজ করার। সিপিডি বাংলাদেশের একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেশের রূপান্তর প্রক্রিয়া সহজতর করার জন্য সরকারকে বিভিন্ন নীতি-পরামর্শ দিয়ে আসছে। তারা বিশ্বাস করেন, এই কার্যক্রম নীতিনির্ধারকদের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং মধ্যম আয়ের ফাঁদের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায় নিয়ে সঠিক দিকনির্দেশনা দেবে।

ড. ফাহমিদা খাতুন বলেন, সিপিডিকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালীকরণে ডেনমার্কের এই সমর্থনের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২০১৯ সালেও ডেনমার্ক সিপিডির প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় অবদান রেখেছিল। ডেনিশ সরকার ধারাবাহিকভাবে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এটি একটি সময়োপযোগী কার্যক্রম। কারণ, আমরা একটি রূপান্তরের সময় পার করছি এবং দেশের জন্য কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আশা করছি। আমরা মনে করি, আমাদের এই কার্যক্রম চলমান সংস্কার প্রক্রিয়ার জন্য সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কার্যক্রম বিভিন্ন অংশীজন, নীতিনির্ধারক, ছাত্র, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য দায়িত্বশীল অংশীজনের সম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে দেশের দীর্ঘস্থায়ী পরিবর্তনের প্রত্যাশা করছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতা, আসিয়ান প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কত—জানুন

১. সম্প্রতি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশের সঙ্গে?

ক. সিঙ্গাপুর 

খ. সংযুক্ত আরব আমিরাত 

গ. অস্ট্রেলিয়া

ঘ. সৌদি আরব 

উত্তর: গ. অস্ট্রেলিয়া 

২. বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কত সাল পর্যন্ত? 

ক. ২০২৭ সাল

খ. ২০২৯ সাল

গ. ২০৩০ সাল

ঘ. ২০৩২ সাল

উত্তর: খ. ২০২৯ সাল

৩. এলডিসি থেকে উত্তরণে জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচকের অন্তর্ভুক্ত নয় কোনটি? 

ক. মাথাপিছু আয়

খ. মানবসম্পদ

গ. অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা

ঘ. মোট দেশজ উৎপাদন

উত্তর: ঘ. মোট দেশজ উৎপাদন

৪. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট কয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়?

ক. ৩টি

খ. ৫টি

গ. ৮টি

ঘ. ৪টি

উত্তর: গ. ৮টি

৫. কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সদস্যরাষ্ট্র—

ক. ৩টি

খ. ৫টি

গ. ৯টি

ঘ. ১২টি

উত্তর: খ. ৫টি

৬. যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে কত মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার সংস্থান নিশ্চিত করেছে?

ক. ৭৩ মিলিয়ন 

খ. ৩৩ মিলিয়ন 

গ. ৫০ মিলিয়ন 

ঘ. ৪২ মিলিয়ন 

উত্তর: ক. ৭৩ মিলিয়ন (রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় ত্রাণদাতা দেশ যুক্তরাষ্ট্র)

৭. ‘শেনজেন’ গ্রামটি কোন দেশের অন্তর্ভুক্ত?

ক. জার্মানি

খ. ফ্রান্স

গ. সুইজারল্যান্ড

ঘ. লুক্সেমবার্গ 

উত্তর: ঘ. লুক্সেমবার্গ

৮. সম্প্রতি চীন সফরে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কোন বিশ্ববিদ্যালয়?

ক. শিচুয়ান বিশ্ববিদ্যালয় 

খ. ফুদান বিশ্ববিদ্যালয়

গ. পিকিং বিশ্ববিদ্যালয় 

ঘ. সিংহুয়া বিশ্ববিদ্যালয় 

উত্তর: গ. পিকিং বিশ্ববিদ্যালয় 

৯. নেপালে রাজতন্ত্রের চূড়ান্ত অবসান ঘটে—

ক. ১৯৯৭ সালে

খ. ২০০১ সালে 

গ. ২০০৫ সালে 

ঘ. ২০০৮ সালে

উত্তর: ঘ. ২০০৮ সালে

১০. স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতা—

ক. নারুতো উজুমাকি

খ. হায়াও মিয়াজাকি

গ. সাতোশি কোন

ঘ. আকিরা তোরিয়ামা

উত্তর: খ. হায়াও মিয়াজাকি

১১. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান (এএসইএএন) প্রতিষ্ঠিত হয়—

ক. ১৯৬৭ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৮৫ সালে

ঘ. ২০০০ সালে 

উত্তর: ক. ১৯৬৭ সালে

১২. বাংলাদেশ মোট কয়টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত?

ক. ২টি

খ. ৩টি

ঘ. ৪টি

ঘ. ৫টি

উত্তর: খ. ৩টি (ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেট)

১৩. বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত শুল্কের পরিমাণ—

ক. ১৫%

খ. ২৩%

গ. ৩৭%

ঘ. ৪৪%

উত্তর: গ. ৩৭%

১৪.  যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পেট্রোডলার চুক্তি স্বাক্ষরিত হয়—

ক. ১৯৬৭ সালে

খ. ১৯৭১ সালে 

গ. ১৯৭২ সালে

ঘ. ১৯৭৪ সালে 

উত্তর: ঘ. ১৯৭৪ সালে

১৫. কোন মোগল সম্রাটের সময়ে ‘ঢাকা গেট’ নির্মাণ করা হয়?

ক. সম্রাট আওরঙ্গজেব 

খ. সম্রাট শাহজাহান 

গ. সম্রাট আকবর

ঘ. সম্রাট জাহাঙ্গীর 

উত্তর: ক. সম্রাট আওরঙ্গজেব (মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে মীর জুমলা এই গেট নির্মাণ করেন)

১৬. সম্প্রতি মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আভা সেতু কোন নদীর ওপর নির্মিত হয়েছিল?

ক. নাফ 

খ. ইয়াঙ্গুন 

গ. সিত্তাং

ঘ. ইরাবতী 

উত্তর: ঘ. ইরাবতী 

১৭. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

ক. প্রতিফলন 

খ. প্রতিসরণ 

গ. বিচ্ছুরণ 

ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 

উত্তর: ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 

১৮. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—

ক. ৩১ মার্চ ১৯৭১

খ. ২০ মে ১৯৭১

গ. ২৬ আগস্ট ১৯৭১

ঘ. ১২ নভেম্বর ১৯৭১

উত্তর: খ. ২০ মে ১৯৭১

আরও পড়ুনজাতিসংঘে দাপ্তরিক ভাষা, ক্রু-৯, বাংলাদেশে স্টারলিংক, আরসা, রাবনাবাদ চ্যানেল কী—জানুন২৭ মার্চ ২০২৫

১৯. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য? 

ক. এভারটন

খ. ওয়েস্ট হাম ইউনাইটেড 

গ. শেফিল্ড ইউনাইটেড 

ঘ. ব্রেনফোর্ড

উত্তর: গ. শেফিল্ড ইউনাইটেড

২০. ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত? 

ক. বৈসু

খ. সাংগ্রাই

গ. বিজু

ঘ. চৈত্রসংক্রান্তি 

উত্তর: ক. বৈসু

আরও পড়ুনওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি৩০ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ