ইলেকট্রনিকস প্রদর্শনীতে নতুন ডিভাইস
Published: 14th, January 2025 GMT
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস প্রদর্শনী (সিইএস) হয়েছে। চলতি আসরে এবার আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি) ঘরানার ল্যাপটপ উন্মোচন করেছে।
প্রদর্শনীতে ব্র্যান্ডের কোপাইলট প্লাস পিসি লাইনআপের ল্যাপটপ আলোচিত হয়। গেমিং জগতে আরওজি ল্যাপটপ ও প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স বিশেষভাবে আলোচনায় আসে। মানোন্নত প্রযুক্তির ব্যবহার ও স্থায়িত্বের দিক থেকে ব্র্যান্ডটির সবকটি নতুন ল্যাপটপে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ সিরিজের মধ্যে আরওজি স্ট্রিক্স স্কার-১৬, স্ট্রিক্স স্কার-১৮, স্ট্রিক্স জি-১৬ ও স্ট্রিক্স জি-১৮ অন্যতম। আরওজি সংস্করণের ফ্লো জি-১৩, আরওজি জেফাইরাস জি-১৪ এবং জেফাইরাস জি-১৬ মডেল প্রদর্শনীতে দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে, পিসি ক্যাটেগরিতে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, জেনবুক এ১৪ ও জেনবুক ডুও ছিল বিশেষ আলোচনায়।
সিরিজ ল্যাপটপ
ব্র্যান্ডের আরওজি সিরিজ ল্যাপটপে গেমারদের জন্য থাকছে সর্বশেষ প্রযুক্তি ও ব্যতিক্রম ডিজাইন। নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস ও ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইনটেল কোর আলট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।
শুধু গেম নয়, সৃজনশীল কাজের জন্য পাতলা ও হালকা গড়নের ল্যাপটপের চাহিদা পূরণের ডিভাইস হতে পারে জেফাইরাস জি-১৪ ও জি-১৬। জেফাইরাস জি-১৪ ল্যাপটপের বৈশিষ্ট্য এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। জেফাইরাস জি-১৬ ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আলট্রা ৯-এর ২৮৫ এইচ প্রসেসর ও এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিইউ।
সবচেয়ে হালকা
ব্র্যান্ডের জেনবুক এ-১৪ মডেলটি ওজনে এক কিলোগ্রামের চেয়েও কম, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা পিসি। ডিভাইসের ব্যাটারি লাইফ টানা ৩২ ঘণ্টা। অন্যদিকে জেনবুক ডুও মডেলে থাকছে ইনটেল কোর আলট্রা ৯ প্রসেসর। ওজনে যেমন হালকা, তেমনি মাল্টিটাস্কিং প্রয়োজনের শর্ত পূরণ করবে বলে নির্মাতারা জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত এমডি হলেন ওয়ান ব্যাংকের সাবেক এমডি মনজুর মফিজ
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের ৩৩১তম পর্ষদ বৈঠকে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রিমিয়ার ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
মনজুর মফিজ ২০২২ সালের ১৬ জানুয়ারি ওয়ান ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর মেয়াদ শেষ হয়। এর আগে একই ব্যাংকের এএমডি ছিলেন তিনি। তারও আগে তিনি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।
৩০ বছরের বেশি সময়ের ব্যাংকিং চাকরি জীবনে তিনি সোনালী ব্যাংক, এবি ব্যাংক ও দি সিটি ব্যাংকের বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (সিভিল) শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
গত মাসের শেষ দিকে প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফরকে ছুটিতে পাঠানোর পর ব্যাংকটির পর্ষদ এমডির চলতি দায়িত্ব দিয়েছিল ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদকে। মোট ১৪ দিন এমডি পদে চলতি দায়িত্ব পালনের পর তাঁর বদলির আদেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
প্রিমিয়ার ব্যাংক গত বুধবার নিয়ামত উদ্দিন আহমেদকে ব্যাংকটির মতিঝিল শাখার দায়িত্ব দিয়ে তাঁকে চিঠি দিয়েছে। আগামী রোববার তাঁকে মতিঝিল শাখায় যোগ দিতে বলা হয়েছে।
দুই যুগের বেশি সময় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর এ ব্যাংকে ফিরতে পারেননি। চলতি বছরের ২১ আগস্ট চেয়ারম্যান হয়ে আসেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান।