Samakal:
2025-03-04@00:25:47 GMT

ব্লুচিজ এখন বনানী ১১তে

Published: 14th, January 2025 GMT

ব্লুচিজ এখন বনানী ১১তে

ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘ব্লুচিজ’ রাজধানীতে তাদের ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। সম্প্রতি ঢাকার প্রাণকেন্দ্র বনানী-১১তে তৃতীয় এ আউটলেটের উদ্বোধন করেছে ব্র্যান্ডটি।  মান, স্বস্তি ও উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করাই ব্লুচিজের লক্ষ্য। এ আউটলেটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এর বেলওয়ারি কর্নার। এতে রয়েছে জমকালো জামদানি শাড়ির অনবদ্য কালেকশন। এ ফ্ল্যাগশিপ আউটলেটে পাবেন এক্সক্লুসিভ প্রিমিয়াম পোশাকের কালেকশন। ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড.

মো. কামরুজ্জামান বলেন, “এই ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের স্বকীয়তা ও সৌন্দর্যের প্রতি অঙ্গীকারের প্রতিচ্ছবি। ব্লুচিজ কেবল একটি ব্র্যান্ড নয়, এটি একটি রেভলিউশন। আমরা বিশ্বাস করি, এই ব্র্যান্ড মানুষকে তাদের নিজস্ব পরিচয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। আমাদের 
স্লোগান ‘কমফোর্টেবলি ইউ’ সেই প্রতিশ্রুতিরই প্রতীক।”

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন

মিষ্টি জাতীয় খাদ্য পণ্যের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের সপ্তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর, সূত্রাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয় এই নতুন শাখার। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় চারটি এবং নারায়ণগঞ্জে তিনটি শাখাসহ মোট সাতটি শাখায় কার্যক্রম চলবে সুইট নেশনের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে সুইট নেশনের সপ্তম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোবাকোর পরিচালক আরশীফ আলী এবং কণ্ঠশিল্পী পারভেজসহ অনেকেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টি তৈরি করে সুইট নেশন। তারা মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে। তারই ধারাবহিকতায় নতুন শাখার যাত্রা বলে জানান ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ। তিনি বলেন, ‘সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম।’

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে সময়ের সাথে নতুনত্বের আরও পণ্য উৎপাদন করার পরিকল্পনা মাথায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে।’

২০১৮ সালে সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বেল ডেইরি রেঞ্চ। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সঙ্গে  দ্বিতীয়টি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে উদ্বোধন করা হয়। তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউ, চতুর্থটি করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় এবং পঞ্চম আউটলেট করা হয় নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায়।

সম্পর্কিত নিবন্ধ

  • সুইট নেশনের সপ্তম শাখা উদ্বোধন