Samakal:
2025-04-04@01:26:36 GMT

ব্লুচিজ এখন বনানী ১১তে

Published: 14th, January 2025 GMT

ব্লুচিজ এখন বনানী ১১তে

ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘ব্লুচিজ’ রাজধানীতে তাদের ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। সম্প্রতি ঢাকার প্রাণকেন্দ্র বনানী-১১তে তৃতীয় এ আউটলেটের উদ্বোধন করেছে ব্র্যান্ডটি।  মান, স্বস্তি ও উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করাই ব্লুচিজের লক্ষ্য। এ আউটলেটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এর বেলওয়ারি কর্নার। এতে রয়েছে জমকালো জামদানি শাড়ির অনবদ্য কালেকশন। এ ফ্ল্যাগশিপ আউটলেটে পাবেন এক্সক্লুসিভ প্রিমিয়াম পোশাকের কালেকশন। ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড.

মো. কামরুজ্জামান বলেন, “এই ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের স্বকীয়তা ও সৌন্দর্যের প্রতি অঙ্গীকারের প্রতিচ্ছবি। ব্লুচিজ কেবল একটি ব্র্যান্ড নয়, এটি একটি রেভলিউশন। আমরা বিশ্বাস করি, এই ব্র্যান্ড মানুষকে তাদের নিজস্ব পরিচয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। আমাদের 
স্লোগান ‘কমফোর্টেবলি ইউ’ সেই প্রতিশ্রুতিরই প্রতীক।”

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ