বড় ম্যাচে রিয়াল মাদ্রিদ যেভাবে ছোট দল
Published: 14th, January 2025 GMT
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুমটা দারুণভাবে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের আগমনের কারণে চলতি মৌসুমেও অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল রিয়ালকে। কিন্তু গত মৌসুমের তুলনায় এ মৌসুমে রিয়ালের পারফরম্যান্স বেশ সাদামাটাই। এমবাপ্পের সংযুক্তিও দলের পারফরম্যান্সে বিশেষ কোনো পরিবর্তন আনতে পারেনি।
উল্টো গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখানো ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামও বেশ নিষ্প্রভ হয়ে পড়েছেন। এরই মধ্যে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও হাতছাড়া হয়েছে রিয়ালের। সব মিলিয়ে এই মৌসুমে রিয়ালের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। বরং তুলনামূলক সম শক্তির দলগুলোর বিপক্ষে রিয়ালের পারফরম্যান্সকে বেশ শোচনীয়ই বলতে হয়।
শুরুতে বার্সেলোনার বিপক্ষে পারফরম্যান্সের কথাই ধরা যাক। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে। সেই ম্যাচে হাইলাইন ডিফেন্সিভ কৌশলে রিয়ালকে আটকে দেওয়ার পাশাপাশি আক্রমণেও বার্সা ছিল দুর্দান্ত। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালের ওপর ছড়ি ঘুরিয়েছে বার্সা। জেদ্দায় দারুণ নৈপুণ্যে রিয়ালকে তারা উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। অর্থাৎ শুধু বার্সার কাছেই রিয়াল দুই ম্যাচে হজম করেছে ৯ গোল।
আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫লা লিগায় এখন শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও জিততে পারেনি রিয়াল। প্রথম লেগের ম্যাচটিতে কোনোরকমে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। বার্সেলোনা বা আতলেতিকোর মতো বড় না হলেও চলতি মৌসুমে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে অ্যাথলেটিক বিলবাও। এই মুহূর্তে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে বিলবাও। সেই বিলবাওয়ের মাঠ থেকেও কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি মাদ্রিদের ক্লাবটি।
বার্সার কাছে হেরে বিধ্বস্ত রিয়ালের দুই তারকা ফুটবলার জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চেরির দুটি গাড়ি ও ইএলএফ লুব্রিকেন্টস বাংলাদেশে
চেরির নতুন এসইউভি গাড়ি ‘টিগো ৮ প্রো’ এবং ‘টিগো ক্রস’ বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। একই সঙ্গে ফরাসি ব্র্যান্ড ইএলএফের লুব্রিকেন্টস বাজারে ছাড়া হয়। বাংলাদেশে ইএলএফ লুব্রিকেন্টসে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড এবং চেরি বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড, আজ র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও চেরি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইএলএফ লুব্রিকেন্টসের মুখ্য অপিনিয়ন লিডার তামিম ইকবাল খান উপস্থিত ছিলেন। তামিম ইকবাল বলেন, ‘টিগো ৮ প্রো প্রযুক্তিগত দিক দিয়ে বেশ উন্নত এবং অত্যন্ত আরামদায়ক, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। পাশাপাশি ইএলএফ লুব্রিকেন্টস বাংলাদেশে আসায় আমি আনন্দিত। কারণ, গাড়ি ও মোটরবাইকের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ।’
বিশ্বব্যাপী চতুর্থ স্থানে অবস্থানকারী ইএলএফ হাই পারফরম্যান্স প্রযুক্তি, উদ্ভাবন এবং মোটরস্পোর্ট হেরিটেজের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফর্মুলা ওয়ান-এ ১৩৬ বারেরও বেশি জয়লাভ এবং সিএফ মোটরস, অ্যালপাইন রেনল্ট ও রয়্যাল এনফিল্ডের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের পর ইএলএফ এখন বাংলাদেশের মোটরসাইকেল ও প্যাসেঞ্জার গাড়ির জন্য লুব্রিকেন্ট পারফরম্যান্সের এক নতুন দৃষ্টান্ত স্থাপনে প্রস্তুত।
ইএলএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, ইএলএফ শুধু একটি পণ্য নয়, বরং একটি ঐতিহ্যের নাম। বাংলাদেশের উষ্ণ আবহাওয়া এবং যানজটে ভরা রাস্তাগুলোর কথা মাথায় রেখে ইএলএফ যানবাহনের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এটি গাড়ি, মোটরবাইক, বাস, ট্রাক কিংবা সিএনজি—সব ধরনের যানবাহনের সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে এশিয়ান হোল্ডিংসের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশে চেরির কেবল দুটি নতুন মডেল নয়, জীবনধারার এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি।’
টিগো ৮ প্রো
চেরির ‘টিগো ৮ প্রো ১.৬টি’ ফ্ল্যাগশিপ মডেলে আছে শক্তিশালী ১৯৫ বিএইচপি টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন ও প্রিমিয়াম ইন্টেরিওর, যা সবার নজর কেড়েছে। এতে আছে ভেগান চামড়ার আসন, প্যানোরামিক সানরুফ, ৯টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি সেফটি সিস্টেম ও জেসচার কন্ট্রোলড টেলগেট, ডুয়েল ১২.৩ ইঞ্চি কার্ভড ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, প্রিমিয়াম সনি সাউন্ড সিস্টেমের মতো উন্নত বিভিন্ন সুবিধা। পার্ল হোয়াইট ও অরোরা গ্রিন রঙে এসইউভি মডেলটি পাওয়া যাবে। এ গাড়িটির দাম ৫৩ লাখ টাকা।
টিগো ক্রস
টিগো ক্রস একটি সুবিধাসমৃদ্ধ এসইউভি। এতে আছে ১৪৫ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, স্টাইলিশ ব্ল্যাক ড্যাশবোর্ড, ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন-এর পাশাপাশি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট ডিটেকশন ও ৩৬০ ক্যামেরার মতো উন্নত সেফটি ফিচারস। এ গাড়ির দাম ৩৬ লাখ টাকা।