মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনে-দুপুরে এজেন্ট ব্যাংকের এক কর্মচারীকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ ও মারধর করে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা-ভবানীপুর সড়কের কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছেন উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী আফজাল শেখ। তিনি ভবানীরপুর পশ্চিপাড়া গ্রামের মৃত জসিমউদ্দিন শেখের ছেলে। 

আফজাল শেখ সাংবাদিকদের জানান, ভবানীপুর এজেন্ট শাখার জন্য মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭ ০ হাজার টাকা নিয়ে নিমতলা বাসে করে ইছাপুরা আসেন তিনি। পরে ইছাপুরা থেকে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত অটো রিকসায় ওঠেন। অটো রিকসাটি কাঠালতলী গ্রামে ফারুকের পোল্টি ফার্মের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার রিকসার গতিরোধ করে। 

৪-৫ লোক হ্যান্ডকাফ পরিয়ে অস্ত্রের মুখে তাকে গাড়িতে তোলে। তার চোখের চশমা ভেঙে চোখ বেঁধে ফেলে ওই দুর্বৃত্তরা। চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ লাগানোর বিষয়টি আফজাল দুর্বৃত্তের কাছে জানতে চাইলে, তাকে মারধর করে এবং বলে তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে এজন্য তাকে কোর্টে চালান দিবে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৫ লাখ ৭ ০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের একটি নির্জন স্থানে চোখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে সিরাজদিখানের ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ বলেন, “আফজাল প্রায় সময় এভাবে টাকা আনা-নেওয়ার কাজ করতো। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। যারা আফজালকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল। যেখান থেকে আফজালকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজও আফজালকে তুলে নেওয়ার ভিডিও আমরা দেখেছি।”

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল ) আ ন ম ইমরান খান মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, “আমরা ঘটনাস্থল এবং যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তাঁর সঙ্গে কথা বলে তদন্ত কাজ শুরু করেছি। যতদূর শুনেছি, আফজাল খানকে মাইক্রোস করে উঠিয়ে নিয়ে মারধর করে এক্সপ্রেসওয়ের নিমতলা আবদুল্লাপুরের মাঝামাঝি এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। যারা ঘটনার সঙ্গে জড়িত, গাড়িতে থাকা ব্যক্তিদের গায়ে আইনশৃঙ্খলা বাহীনির পোশাক ছিল কিনা এটা আফজাল খান বলতে পারছেন না। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।”

ঢাকা/রতন/এস

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, এই ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সফল অভিযান চালিয়ে জিম্মিদের (অপহৃতদের) মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে।

অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি

সম্পর্কিত নিবন্ধ

  • লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার
  • লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২