ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, ‘চুক্তির কাছাকাছি’ অবস্থায় পৌঁছেছে তারা। ইসরায়েল ও হামাস চুক্তির বিষয়ে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।

ওই আলোচনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ফিলিস্তিনের এমন একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে গত আট ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদিও মুখোমুখি নয়, তদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

এক বিবৃতিতে হামাস বলেছে, আলোচনার বর্তমান অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তারা আশা করছে, এই দফার আলোচনায় ‘পরিষ্কার ও বিস্তারিত একটি চুক্তিতে’ উপনীত হবে।

এখনও পর্যন্ত দু’পক্ষের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে আলোচকরা জানিয়েছেন। তবে এগুলোর বিস্তারিত নিয়ে এখন দরকষাকষি চলছে। প্রথম ধাপে ইসরায়েল ১ হাজার ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে ছেড়ে দিতে রাজি হয়েছে। তাদের মধ্যে ১৯০ জন রয়েছে, যারা ১৫ বছর বা তার বেশি সময় ধরে কারাভোগ করেছেন। বিনিময়ে হামাস ৩৪ জন জিম্মিকে মুক্তি দেবে।

এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। গতকাল ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ফাইল ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ