ইবিতে ঐক্যমঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা
Published: 14th, January 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে বুননের সভাপতি নাহিদুর রহমান ও সদস্য সচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি পলাশ হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ঐক্যমঞ্চের কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটি সাবেক আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ। এ সময় ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদস্য সচিব পলাশ হোসেন বলেন, “প্রতিটি সংগঠনের কার্যক্রম সঠিকভাবে করতে ও পিছিয়ে পড়া সংগঠনগুলোর কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যমঞ্চ ও ঐক্যমঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে আরো বেশি একে অপরের প্রতি আন্তরিক হতে হবে।”
আহ্বায়ক হিসেবে নাহিদুর রহমান ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠন গুলোকে স্বতস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
বিদায়ী আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে ঐক্যমঞ্চ কাজ করবে। এসব কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আশা করছি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের যেকোন যৌক্তিক কাজে সামর্থ্যনুযায়ী সবসময় পাশে থাকব।”
ঢাকা/তানিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাশ্মীরে হামলা, দিল্লিতে আজ বন্ধ ব্যবসা-বাণিজ্য
ভারতের কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ একদিনের জন্য সব ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেছে দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলো।
বৃহস্পতিবার দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলোর নেওয়া এ সিদ্ধান্তের বিষয়ে সমর্থন জানিয়ে দিল্লি জুড়ে ব্যবসায়ীদের স্বেচ্ছায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানায় কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।
সিএআইটি জানায়, কাশ্মীরের ঘটনায় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সাথে দৃঢ় সংহতি প্রকাশের জন্য, দিল্লির নেতৃস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো ২৫ এপ্রিল দিল্লির বাজার সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
সিএআইটি-র মহাসচিব এবং চাঁদনী চকের সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, এই কর্মসূচি কোনো প্রতিবাদ নয় বরং শ্রদ্ধাঞ্জলির প্রতীক এবং দেশের প্রতি সংহতি প্রকাশ।
গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।
এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তারা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। সূত্র-হিন্দুস্থান টাইমস