ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় রুবেল হোসেন (২২) নামে এক শ্রমিক মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিক রুবেল হোসেন ওই একই এলাকার মাখরুল শেখের ছেলে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান জানান, পৌরসদরের শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ চলছিল। এসময় সেখানটাতে কাজ করতেছিলেন শ্রমিক রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়ে যান। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান একই সাথে ফায়ার সার্ভিসেও খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, “মাহফুজার ভাই ও তার ছেলেকে আমার বিল্ডিংয়ের হাউজ খোঁড়ার কাজ কনট্রাক্ট দিয়েছি। কাজ শেষ পর্যায়ে। আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে। আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল। আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি। সে এখন সুস্থ আছে।”

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ওবায়দুর রহমান বলেন, “আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অসাবধানতার ফলে এ দুর্ঘটনাটি ঘটে।”

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.

গৌতম চন্দ্র সরকার বলেন, “ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।”

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। ফেরান তোরেসের কল্যাণে প্রথম আধা ঘন্টায় পাওয়া গোল বাকি সময়ে আগলে রাখল বার্সেলোনা। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২১ ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি।

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। আগামী ২৬ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল-ক্লাসিকো মহারণ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর।  

প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে চায়নি।

ম্যাচের শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি, বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

সম্পর্কিত নিবন্ধ