নারায়ণগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ
Published: 14th, January 2025 GMT
নারায়ণগঞ্জে অসহায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের বিজিবি ক্যাম্পে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জের ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, বিজিবি বিভিন্ন সময়ে গরীব ও দুস্থদের মাঝে খাবার, ত্রান সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন কল্যানমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও আমাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে নারায়ণগঞ্জের ৬২ বিজিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।