ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা
Published: 14th, January 2025 GMT
ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে অটোরিকশায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলেন এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ। পথে সিরাজদীখান উপজেলার কাঠালতলী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে সড়ক থেকে তাকে ধরে মাইক্রোবাসে ওঠানো হয়। এসময় তার দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারধরও করা হয়। পরে তার কাছে থাকা ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ৫ দুর্বৃত্ত।
আজ মঙ্গলবার দুপুরে চলন্ত মাইক্রোবাসে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ এ দাবি করে বলেন, পরে মাইক্রোবাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যেতে থাকে। পথে দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় নির্জন স্থানে তাকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার দিকে চলে যায় মাইক্রোবাসটি।
এদিকে এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশ সড়কে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী আফজাল শেখ আরও বলেন, হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয় জানতে চাইলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে। একই সঙ্গে তারা বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করে দেব।
এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।