নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাসের ঠিকাদারের লোকজনের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী স্টেশন এলাকায় তাঁরা এ অবরোধ করেন। পরে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।

অবরোধে অংশ নেওয়া কয়েকজন অটোরিকশাচালক বলেন, বছরের পর বছর ধরে তাঁরা কাঞ্চন থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড পর্যন্ত যাত্রী পরিবহন করেন। কিন্তু পাঁচ দিন ধরে কুড়িল বিশ্বরোড এলাকায় যাত্রী ওঠানামা করতে গেলে সড়কে চলাচলরত বিআরটিসি বাসের ঠিকাদারের লোকজন তাঁদের বাধা দিচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁরা সিএনজিচালকদের মারধর করেন। গতকাল সোমবার পুলিশের মধ্যস্থতায় বিআরটিসি বাসের ঠিকাদার ও তাঁদের লোকজনের সঙ্গে সিএনজিচালকদের বৈঠক হয়। বৈঠক থেকে ভবিষ্যতে এমনটি হবে না বলে ঠিকাদার আশ্বাস দেন।

অটোরিকশাচালকেরা জানান, আজ সকাল থেকে আবার কুড়িল বিশ্বরোড এলাকায় ঠিকাদারের লোকজন সিএনজিচালকদের যাত্রী পরিবহনে বাধা দেন। এ সময় তাঁরা কয়েকটি সিএনজি ভাঙচুরের পাশাপাশি অন্তত সাত চালককে মারধর করেন। এর প্রতিবাদে বেলা সাড়ে তিনটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজার সামনে মায়ারবাড়ী স্টেশনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে সড়ক অবরোধের কিছুক্ষণের মধ্যে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ঢাকাগামী লেনে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা। এ সময় দীর্ঘ যানজটে আটকে থেকে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সড়কে বিআরটিসি বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রাখার শর্তে সিএনজিচালকেরা অবরোধ তুলে নেন।

সোনারগাঁ থেকে বাণিজ্য মেলায় আসা শিক্ষার্থী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিবার নিয়ে মেলায় এসেছি। চালকদের অবরোধের কারণে আসার পথেই লম্বা যানজট পোহাতে হয়েছে। মেলার সময় যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয়, সেদিকে পুলিশের সতর্ক থাকা প্রয়োজন।’

এ বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সঙ্গে কথা বলেছে। সিএনজিচালকদের অভিযোগ নিয়ে তাঁরা বিআরটিসি বাস সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি