বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গবেষণা ক্ষেত্রে অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে। ২০২৪ সালে স্কোপাস ইনডেক্স জার্নালের প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক ও একজন প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের সেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে র‌্যাংকিংয়ে স্থান পাওয়া কয়েকজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড.

মো. তানভীর রহমান, যিনি গত বছর ২০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

এরপরই তালিকায় রয়েছেন, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। তারা উভয়েই গত বছর ১৮টি করে গবেষণাপত্র প্রকাশ করেছেন।

এছাড়া আরও কয়েকজন স্বনামধন্য গবেষক মানসম্মত জার্নালে তাদের গবেষণা প্রকাশের মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করেছেন।

তারা হলেন- একোয়া কালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন ও অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান ও সাবেক ছাত্র মো. ইমরান হোসাইন। 

এ অসাধারণ সাফল্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাকৃবির এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রের উৎকর্ষ ও বিশ্বে আমাদের অবস্থানকে আরও সুসংহত করেছে। আমাদের শিক্ষক ও গবেষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ মাইলফলক অর্জন করেছেন। আমি আশাবাদী, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার একনিষ্ঠ প্রচেষ্টা আমাদের গবেষণা খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে। একত্রে কাজ করে আমরা বাকৃবির গৌরব আরও সমৃদ্ধ করব।”

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে এ ঘটনা ঘটে।

কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের ভূখণ্ডে মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় ওই চোরাকারবারীর মরদেহ দেখেন বাংলাদেশিরা। ৪ ঘণ্টা ধরে সেখানে পড়েছিল ভারতীয় ওই চোরাকারবারীর মরদেহ। পরে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

নিহত যুবকের নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার মরাকুটি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।

সীমান্তবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসাসহ গরু পারাপারে জড়িত ছিলেন তিনি।

সীমান্তে বসবাসকারী সায়েদ আলী ও হয়রত আলী জানান, বৃহস্পতিবার ভোরে উভয় দেশের একদল চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে গাঁজা ও গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়েন। এতে ভারতীয় চোরাকারবারী জাহানুর গুলিবৃদ্ধ হয়। সেখানে পড়ে থাকা অবস্থায় অনেকবার চিৎকার করলেও সহযোগীরা তাকে উদ্ধার না করায় ঘটনাস্থলে মারা যান তিনি। গুলির শব্দ পেয়ে বাকি চোরাকারবারীরা পালিয়ে যান।

এ দিকে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায়- ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে এক ভারতীয় হামলাকারী নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীন। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনও সমৃক্ততা নেই। তারপরও সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ