Risingbd:
2025-04-03@03:28:10 GMT

আইসিসির মাসসেরা বুমরাহ

Published: 14th, January 2025 GMT

আইসিসির মাসসেরা বুমরাহ

আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ড্যান প্যাটারসনকে।

অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বুমরাহ। ডিসেম্বর মাসে তিন ম্যাচে তিনি নিয়েছিলেন ২২ উইকেট। গড় ছিল ১৪.

২২। 

অ্যাডিলেড টেস্টে বুমরাহ নিয়েছিলেন ৪ উইকেট। এরপর ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে নিয়েছিলেন ৯টি করে উইকেট। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে মাসসেরা হওয়ার আগের ভারতের খেলোয়ারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়ে রেকর্ড গড়েছিলেন। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে বলের হিসেবে চতুর্থ দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরো পড়ুন:

বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি

লিগ বয়কটের ঘোষণা দিয়ে বিসিবিকে আল্টিমেটাম, ফাহিমের পদত্যাগ দাবি

বুমরাহর পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে। তাতে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে জিতে অজিরা। কামিন্স ডিসেম্বরে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট, গড় ১৭.৬৪। অ্যাডিলেডে টেস্টে করেছিলেন সেরা বোলিং পারফরম্যান্স, ৫৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ উইকেটের বড় জয়। এছাড়া মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে দুই ম্যাচে করেছিলেন ৪৯ ও ৪১ রান। আর উইকেট নিয়েছিলেন ৬টি।

আর ড্যান প্যাটারসন ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। দুই টেস্টে নিয়েছিলেন ১৩ উইকেট, গড় ছিল ১৬.৯২।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার। চার বছরের জন্য নিয়োগ পেলেও মাত্র দুই বছর পরই তিনি পদত্যাগ করলেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণেই ওয়াল্টার দায়িত্ব ছাড়ছেন। তবে গুঞ্জন রয়েছে, দলের অধিকাংশ দ্বিপাক্ষিক সিরিজে দুর্বল পারফরম্যান্স ও নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়মিত ভ্রমণের চাপ তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বমঞ্চে বেশ সফল ছিলেন ওয়াল্টার। তার অধীনেই প্রোটিয়ারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে দল।

তবে দ্বিপাক্ষিক সিরিজে দল ভালো করতে পারেনি। ওয়াল্টারের অধীনে দক্ষিণ আফ্রিকা সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে, আর আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে মাত্র একটি জিতেছে। এই পারফরম্যান্সও হয়তো তার পদত্যাগের অন্যতম কারণ।

প্রোটিয়াদের সামনে এখন ব্যস্ত সূচি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এবং ২০২৬ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপে জায়গা পেতে যে পরিকল্পনার কথা জানালেন জ্যোতি
  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ভারতকে তুলোধুনা করা কনস্টাস
  • বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়
  • ব্রাজিলের সেই আন্তনিকে কিনতেই এখন ‘গণচাঁদা’ তোলার ডাক