কোহলিকে কাণ্ডজ্ঞানহীন আচরণ বাদ দেওয়ার পরামর্শ চ্যাপেলের
Published: 14th, January 2025 GMT
বিরাট কোহলির ক্যারিয়ারে যখনই বাজে সময় এসেছে, তাঁর পক্ষ নিয়েছেন ইয়ান চ্যাপেল। দুঃসময় পার করতে থাকা কোহলি এবারও পাশে পাচ্ছেন চ্যাপেলকে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করেন, কোহলি যদি শিগগিরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে তা ভারতীয় ক্রিকেটে শূন্যতা সৃষ্টি করবে। তাঁর অভাব ইংল্যান্ড সফরে ভারতকে কঠিন পরীক্ষায়ও ফেলবে। তাই কোহলিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে খেলায় মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন ৮১ বছর বয়সী চ্যাপেল।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা চ্যাপেল কেন কোহলিকে এমন পরামর্শ দিলেন, তা সবার জানা। ব্যাট হাতে পারফরম্যান্স যাচ্ছেতাই; কিন্তু প্রতিপক্ষের সঙ্গে লেগে যেতে কিংবা বিতর্কের জন্ম দিতে পিছপা হননি—সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কোহলিকে বেশির ভাগ মানুষ নিশ্চয়ই এভাবেই মনে রাখবেন।
সেই দৃশ্য—কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা কোহলির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমি আর্জেন্টাইন, চারটা ট্রফি আছে: ফ্রান্সে গিয়ে মনে করিয়ে দিলেন মার্তিনেজ
ফ্রান্সের ফুটবল–সমর্থকদের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় ফুটবলারদের তালিকা করলে ওপরের দিকেই থাকবে এমিলিয়ানো মার্তিনেজের নাম। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ও ফাইনালের পর এই আর্জেন্টাইন গোলকিপারের বিভিন্ন আচরণে ক্ষুব্ধ ছিলেন ফরাসিরা। এ নিয়ে কথা চালাচালি গড়িয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্সের রাষ্ট্রীয় পর্যায়েও।
সেসব ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও এখনো থামেনি ‘এমিলিয়ানো মার্তিনেজ–ফ্রান্স লড়াই’। এবার যেমন ফরাসি দর্শকদের খোঁচা দিতে আর্জেন্টিনার ক্যাপ পরে প্যারিসে গেছেন মার্তিনেজ। একজন আর্জেন্টাইন হিসেবে জাতীয় দলের ক্যাপ তিনি পরতেই পারেন। কিন্তু মার্তিনেজ এবার প্যারিসে গেছেন অ্যাস্টন ভিলার হয়ে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে। তবে ক্লাবের হয়ে খেলতে এলেও মার্তিনেজ শুরুতেই বুঝিয়ে দিলেন—‘আমি আর্জেন্টাইন, আমার চারটা ট্রফি আছে।’
২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালের পর ফরাসিদের কাছে খলনায়ক হয়ে ওঠা মার্তিনেজ ফ্রান্সে সর্বশেষ গিয়েছিলেন গত বছর। ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে ভিলার প্রতিপক্ষ ছিল লিল। ম্যাচের সময় ভিলার গোলপোস্টে দাঁড়ানো মার্তিনেজকে অনবরত খেপিয়ে গেছেন লিলের দর্শকেরা।
গত মাসে সেই ম্যাচের স্মৃতিচারণা করে মার্তিনেজ বলেছিলেন, ‘পুরো ম্যাচে ওরা আমাকে অপমান করে গেছে। আমার পুরো জীবনে কখনো এত অপমানের শিকার হইনি। ওরা যা পেরেছে করেছে, কিন্তু ১২০ মিনিটে আমি ওদের কিছুই করি নাই।’
৩২ বছর বয়সী আর্জেন্টাইন গোলকিপারের কথায় স্পষ্ট, ফরাসি দর্শকদের ওপর তাঁর ক্ষোভও কম নয়। এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামলেও একই আচরণের শিকার হতে হবে—এমনই হয়তো ধরে নিয়েছেন।
আরও পড়ুনমার্তিনেজ ‘উগ্র’, ফার্নান্দেজের গান ‘জঘন্য’, বললেন ফরাসি ডিফেন্ডার ১৭ সেপ্টেম্বর ২০২৪ম্যাচের সময় একজন খেলোয়াড়ের কিছু করার সুযোগ নেই বলেই হয়তো ফ্রান্সে পা রাখার মুহূর্তটিকেই ‘আগাম আক্রমণের’ জন্য কাজে লাগিয়েছেন মার্তিনেজ। দলের অন্যরা অ্যাস্টন ভিলার জার্সি পরে প্যারিসে গেলেও মার্তিনেজকে বিমানবন্দরে দেখা গেছে আর্জেন্টিনার ক্যাপ মাথায়। ক্যাপের সামনের অংশে আর্জেন্টিনার পতাকা, সঙ্গে খচিত ফিফা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফির ছবি। মার্তিনেজের বার্তা স্পষ্ট, ‘আমি আর্জেন্টাইন, যার চারটা ট্রফি আছে।’
ভিলার হয়ে আসা মার্তিনেজের আর্জেন্টাইন উপস্থিতি ফরাসিদের কেমন তাঁতিয়ে দেয়, সেটিই এখন দেখার বিষয়। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি–অ্যাস্টন ভিলা মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।
আরও পড়ুনমার্তিনেজ, অর্ধেক মানুষ তুমি অর্ধেক ‘জন্তু’০৫ জুলাই ২০২৪