ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
Published: 14th, January 2025 GMT
সম্মেলনবিরোধী সমাবেশ করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যাঁদের নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক। তাঁরা দুজনই জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য। এ কমিটির নেতৃত্ব নিয়ে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন হাফিজুর ও জহিরুল হক। অন্য অংশের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক আবদুল মান্নান ও সিরাজুল ইসলাম। দুই বছর ধরে উভয় পক্ষ দলীয় সব কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে। সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বেড়েছে।
নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কিন্তু নানা অভিযোগে এ সম্মেলনের বিরোধিতা করে আসছে হাফিজুর রহমান ও জহিরুল হকের নেতৃত্বে জেলা বিএনপির একটি বড় অংশ। গত রোববার সমাবেশ করে তারা এ সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়েছে। ১৬ জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে তারা।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার উজান-ভাটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা (বুলু), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল, সহসাংগঠনিক সম্পাদক মো.
দাবিগুলো আলোচনার ভিত্তিতে বাস্তবায়নের পূর্বে হাফিজুর ও জহিরুল সম্মেলনবিরোধী সভা-সমাবেশ করে যাচ্ছেন, যা সম্পূর্ণরূপে সংগঠনবিরোধী কার্যকলাপ। এ বিষয়ে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে হাফিজুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। উত্তর প্রস্তুত করছি। তবে আগামী ১৬ জানুয়ারি বিএনপির আমরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।’
ফেসবুকের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন জহিরুল হক। প্রথম আলোকে তিনি বলেন, ‘ইতিমধ্যে কারণ দর্শানোর জবাব লেখা হয়ে গেছে। আমরা সংগঠন ও সম্মেলনবিরোধী কোনো সমাবেশ করিনি। রোববার আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ করেছি। ব্যানারে সেটিই লেখা ছিল। আমরা কোনো শর্ত ভঙ্গ করি নাই। আহ্বায়ক কমিটির সভাপতি-সদস্যসচিব পাঁচটির মধ্যে তিনটি শর্ত ভঙ্গ করেছেন। তাই আমাদের কারণ দর্শানো উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব
ইইউ’র সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের জনগণের পাশে থাকবে।
তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে রয়েছে। মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ ইইউ-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি।
ইইউ কমিশনার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘বাংলাদেশ ৩৬ জুলাই ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
আরো পড়ুন:
ভোট সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে: প্রধান উপদেষ্টা
আবরার ফাহাদকে দেওয়া হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পদক
ঢাকার ইইউ মিশন বইটি প্রকাশ করেছে। এতে রাস্তার চিত্র ও গ্রাফিতি প্রদর্শন করা হয়েছে যা জুলাই-আগস্টের বিক্ষোভের সময়ের দমন-পীড়ন এবং একটি নতুন বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে।
এ সময় লাহবিব বাংলাদেশের প্রতি ইইউ’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তাদের অংশীদারত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, আমরা শক্তিশালী ও নির্ভরযোগ্য মানবিক, উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব আমাদের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি কৌশলগত অবস্থান। আপনারা আমার সমর্থনের ওপর এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।
তিনি জনসাধারণের প্রতিরোধ এবং পরিবর্তনের দাবির প্রতিফলন ঘটাতে শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরেন। ইইউ কমিশনার গত বছর বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের কথা স্মরণ করেন।
তিনি বলেন, গত বছর, আমরা সকলেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা দেখেছি।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাগত বক্তব্য রাখেন। বাসস
ঢাকা/এনএইচ