চোর চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা করা হয়
Published: 14th, January 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে চুরি করতে গেলে চোরটি চিনে ফেলায় বৃদ্ধ কেয়ারটেকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধারের পাঁচ দিনের মধ্যে এ ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
গ্রেপ্তার আসামিরা হলো– ভাঙ্গার আলেখারকান্দার রাজ্জাক কাজীর ছেলে আমিন কাজী, সদরপুরের চর ব্রাহ্মন্দী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে অভি হাওলাদার ও হাজেরিয়া হাজীরকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান।
গত বুধবার রাতে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে প্রয়াত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়িতে চুরি ও হত্যার ঘটনা ঘটে। বাড়ির তিনতলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে কেয়ারটেকার ওহাব মাতুব্বরের (৭৩) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার বলেন, পুলিশ প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী গত সোমবার দিনভর অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরেই আসামিদের আদালতে পাঠানো হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শাকিবের হিস্যু করার দৃশ্যের জবাব নাই: মালেক আফসারী
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইহই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।
সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। আলোচিত চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী ‘বরবাদ’ দেখে সিনেমাটির রিভিউ দিয়েছেন। দুটো ভিডিওতে সিনেমাটি নিয়ে কথা বলেন ‘এই ঘর এই সংসার’খ্যাত পরিচালক।
শাকিব খানকে নিয়েও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন মালেক আফসারী। একজন চলচ্চিত্র পরিচালকের দৃষ্টিভঙ্গি থেকে ‘বরবাদ’ নিয়ে কথা বলেন তিনি। তার ভাষায়, “প্রথমে ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে। দারুণ বাইনাছে ‘বরবাদ’। সিনেমা দেখে মনে হয় না এটা তার প্রথম সিনেমা। মনে হয়, পাকা ডাইরেক্টর। সিনেমার কয়েকটা দিক তুলে ধরা দরকার। একটা জিনিস সিনেমাটিতে দেখলাম, যা আগে দেখি নাই। আর তা হলো— শাকিব খানের হিস্যু করার দৃশ্য। তামিল, হলিউডের কোনো সিনেমায় এমন দৃশ্য দেখি নাই। এই দৃশ্যটি পুরো সিনেমার হাইলাইট। যার মুখে হিস্যু করল, যে হিস্যু করল আর পুরো ব্যাপারটি যেভাবে দেখানো হলো তার কোনো জবাব নাই হৃদয়। এই সিনেমার সম্পাদনার কাজ যে করেছেন তাকে অবশ্যই স্মরণ করতে হবে। অসাধারণ কাজ করেছেন তিনি।”
আরো পড়ুন:
প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হল শাকিবের সিনেমা
শাকিবের ‘বরবাদ’ উত্তাপ: কী বলছেন দর্শকরা?
মালেক আফসারীর ধারণা ছিল, ‘বরবাদ’ সিনেমা মেয়েরা দেখবেন না। এ বিষয়ে এই পরিচালক বলেন, “মেয়েরা ‘বরবাদ’ দেখবে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়েছিল। কারণ এত ভায়োলেন্স মেয়েরা পছন্দ নাই করতে পারেন। কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে মেয়েরা সিনেমা হলে যাচ্ছেন, বয়স্করাও যাচ্ছেন। কেন মেয়েরা হলে যাচ্ছেন, তার কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি। আর তা হলো— ইধিকা পালের চরিত্র (নীতু)। সাংঘাতিক এই চরিত্র প্রত্যেক মেয়েই পছন্দ করবেন। এটি মেয়েদের পক্ষের চরিত্র।”
মিশা সওদাগরের অভিনয়ের তারিফ করে মালেক আফসারী বলেন, “মিশা সওদাগর তার চরিত্রে যা করছে! দারুণ করেছে! একটা নেশাখোর খারাপ ছেলের একটা মেয়েকে এক পলকে ভালো লেগে যায়। প্রেম হয়। তারপর বাবার সামনে মেয়েটিকে নিয়ে দাঁড়ায় ছেলেটি। বাবাটা কে জানেন? সেই বাবাই হলেন মিশা সওদাগর। এখান থেকেই সিনেমার শুরু। এখান থেকেই সবকিছু বরবাদ করে দেয়। ‘বরবাদ’ এখন সুপারহিট সিনেমা। অনকে দিন পর মিশা সওদাগর অনেক ভালো অভিনয় করেছে। আসলে এ ধরনের শিল্পীদের যদি ভালো চরিত্র না দেন তাহলে কিছুই করতে পারবেন না।”
‘বরবাদ’ ঘরানার সিনেমায় অনেক দর্শক লজিক খুঁজেন। কিন্তু তা ঠিক নয়। বিষয়টি স্মরণ করে মালেক আফসারী বলেন, “মূল ধারার সিনেমায়’ অনেকে যুক্তি খুঁজেন। যুক্তি খুঁজলে আপনাকে দেখতে হবে ‘জংলি’, ‘দাগি’। ‘বরবাদ’ সিনেমায় পরিচালক মেহেদী হাসান হৃদয় অন্য জগত তৈরি করেছেন। এ জগৎ পরিচিত না। তবু মনে হবে চেনাচেনা! যেমন: ‘ট্রিপল আর’ সিনেমা দেখলে অন্য এক জগতের সিনেমা মনে হয়। তেমন আরকি! মূল ধারার সিনেমায় পরিচালক আলাদা একটা পরিবেশ তৈরি করেন। ফলে এসব সিনেমায় লজিক খুঁজতে নাই।”
‘বরবাদ’ সিনেমা পরিচালক রায়হান রাফীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মত মালেক আফসারীর। তার মতে, “বরবাদ’ সিনেমার সাফল্য পরিচালক রায়হান রাফীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ শাকিবের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’ নির্মাণ করছে রাফী। সে ভালো মেকার। কিন্তু ‘বরবাদ’ মেকিং করে শাকিবকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, রাফীকে তারচেয়ে উপরে যেতে হবে।”
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
ঢাকা/শান্ত