টাঙ্গাইলে স্কুলশিক্ষার্থীর মুখচ্ছবি ব্যবহার করে পর্নো ভিডিও, টাকা দাবি
Published: 14th, January 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে তিনজনের গ্রুপে একটি পর্নো ভিডিও দেখে হতবাক হয়ে যান এক শিক্ষক মা। শ্বেতাঙ্গ এক নারীর মুখে তাঁর মেয়ের মুখের ছবি ব্যবহার করে ভিডিওটা তৈরি করা হয়েছে। আর এই গ্রুপের তিনজনের একজন তিনি, আরেকজন তাঁর সহকর্মী এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে ভিডিও প্রেরণকারী। গ্রুপে মেসেজ দিয়ে বলা হয়, ২০ লাখ টাকা না দিলে এই ভিডিও ‘ভাইরাল’ করে দেওয়া হবে। ঘটনাটি ৮ জানুয়ারির টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার। এরপর দুই দিনে বিভিন্ন গ্রুপে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
এভাবে ওই উপজেলার ছয় স্কুলশিক্ষার্থী এবং একজন শিক্ষকের স্ত্রীর মুখের ছবি ব্যবহার করে একাধিক পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারের কাছে টাকা চাওয়া হয়েছে। ইতিমধ্যে চারটি ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে অভিযোগ করেছেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম স্কুলছাত্রীদের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, গত শুক্রবার (১০ জানুয়ারি) ভুক্তভোগীদের মধ্যে চারটি পরিবার থানায় এসেছে। তারা জিডি করেছে। এর ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনটি ছেলেমেয়েকে পরিবারসহ থানায় ডেকে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের মুঠোফোন পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। এর জন্য ফরেনসিক পরীক্ষার প্রয়োজন। আর এটি করতে হলে মামলা লাগবে। কিন্তু ভুক্তভোগী পরিবারগুলো ‘মানসম্মান হারানোর’ ভয়ে মামলা করতে রাজি নয়। সে ক্ষেত্রে ঘটনাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী হবে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা সন্দেহভাজন ব্যক্তিদের নজরে রাখছি।’
যা ঘটেছে
মেয়ের কথা বলতে গিয়ে কান্না থামাতে পারছিলেন না এক শিক্ষক মা। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর মেয়ে ও মেয়ের দুই সহপাঠী এবং অন্য একটি স্কুলের একই বয়সী মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে টাকা চাওয়া হয়েছে। এই অবস্থায় তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি জানান, ৮ জানুয়ারি বুধবার দুপুরে তিনি মেসেঞ্জারের ভিডিও পান। ভিডিও প্রেরণকারীর আইডির নাম ‘Dil Ru Ba’। একটি বিকাশ নম্বর দিয়ে তাঁকে বুধবার রাতের মধ্যেই ২০ লাখ টাকা দিতে বলা হয়। তিনি ওই নম্বরে কল দিলে দেখেন এটি তাঁরই এক সাবেক ছাত্রের নম্বর। এখন সে কলেজ পড়ে। এ ধরনের কোনো ঘটনা সে জানে না বলেও দাবি করে। পরে এই শিক্ষক ভিডিও প্রেরণকারী আইডির কাছে টাকা পাঠানো জন্য ব্যাংকের হিসাব নম্বর চান। জবাবে ওই আইডি এক শিক্ষক দম্পতির মেয়ের কাছে ২০ হাজার টাকা দিয়ে আসতে বলে। এবং ওই মেয়ের কাছ থেকে আরেক ছেলের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে বলা হয়।
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, সন্দেহভাজন মেয়েটি তাঁর মেয়ের সহপাঠী। সে পুরো ঘটনা অস্বীকার করেছে। তিনি জানান, ৯ জানুয়ারি তিনি ওই আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আইডিতে যেসব নম্বরে যোগাযোগ করে টাকা দিতে বলা হয়েছিল, সেই নম্বর ব্যবহারকারী ছেলেমেয়েদের পরিবারসহ থানায় ডাকা হয়।
ওই রাতেই সেই আইডি থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে দাবি করেন এই শিক্ষিকা। তিনি বলেন, টাকা না দিলে তাঁরও পর্নো ভিডিও করে ছেড়ে দেবে এবং তাঁর মেয়েদের অ্যাসিড নিক্ষেপ করবে বলে হুমকি দেয়। ১২ জানুয়ারি তাঁকে পর্নো ভিডিও পাঠানো হয়। সেখানে তাঁর নিজের ও আরেক মেয়ের ছবি ব্যবহার করা হয়েছে। তিনি দুই মেয়েকে নিয়ে যৌন ‘ব্যবসা’ করেন উল্লেখ করে তাঁর ফোন নম্বরসহ তিনটি ভিডিও গ্রুপে দিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী আরেক মা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের ছবি দিয়ে পর্নো ভিডিও করে তাঁর কাছে পাঠানো হয় এবং এক লাখ টাকা না দিলে তা ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। তবে এটা ‘নোমান’ নামে ভিন্ন আইডি থেকে ভিডিও পাঠানো হয়। তিনিও শুক্রবার থানায় গিয়েছিলেন এবং জিডি করেছেন। তিনি বলেন, বিভিন্ন লিংক ধরে যা পাওয়া গেছে, তাতে ওই তিনটি ছেলেমেয়ে এতে জড়িত বলে মনে হয়েছে।
সন্দেহভাজন তিনজনের মধ্যে দুটির ছেলের ফোন নম্বরে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে মেয়েটির মা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে এই ঘটনায় জড়িত ছিল না, সেটা থানায় বসে ‘প্রমাণ’ হয়েছে। তিন বছর আগে তাঁর মেয়েকে নিয়েও পর্নো ভিডিও তৈরি করা হয়েছিল। ওই দুটি ছেলে অর্থ আদায়ের জন্য এই কাজগুলো করে। তিনি আরও বলেন, একটি ছেলে থানায় স্বীকারও করেছে, সে ভিডিও বানিয়েছে।
মামলা করতে ভয়
মামলা করলে বিষয়টি আরও জানাজানি হয়ে যাবে, মানসম্মান নষ্ট হবে, এমন আশঙ্কায় মামলা করতে ভয় পাচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো। মামলা না করা প্রসঙ্গে এক মা বলেন, ‘আপনি–আমি বুঝতে পারছি, এটা ভুয়া ভিডিও। কিন্তু সবাই এভাবে বুঝতে চায় না। এই ভিডিও যদি মেয়ের বিয়ের সময় ছড়িয়ে দেয়! আমার মেয়ের তো জীবন শেষ হয়ে যাবে! ’
শিক্ষক মা বললেন, ১১ জানুয়ারি তিনি পুলিশ সদর দপ্তর পরিচালিত পুলিশ সাইবার সাপোর্ট সেন্টার ফর উইমেনের (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজে বিশদ জানিয়ে অভিযোগ করেছেন। তাঁর কাছে ভিডিও প্রেরণকারী আইডির লিংক চাওয়া হচ্ছে। কিন্তু ওই আইডি ডিঅ্যাকটিভেটেড হয়ে আছে।
পিসিএসডব্লিউ এর সঙ্গে যোগাযোগ করা হলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মামলা ছাড়া প্রতিকার করা কঠিন। কারণ, মামলা না হলে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার বা ডিভাইস জব্দ করা যায় না। টাঙ্গাইলের ঘটনায় ভুক্তভোগীরা জিডি করেছেন। পিসিএসডব্লিউ থানার জিডি অনুসন্ধানী কর্মকর্তাকে তথ্যপ্রযুক্তিগত সহায়তা দেবে। আর যে ভুক্তভোগীর মা ফেসবুক পেজে অভিযোগ করেছেন, তাঁর বিষয়টি দেখা হবে।
ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ছবি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করায় মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুসারে হবে। এর সঙ্গে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়ায় মামলায় দণ্ডবিধি ১৮৬০–এর চাঁদাবাজি ধারা যুক্ত হবে।
আইন অনুযায়ী ‘কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদাহানি করিলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায় বা কোন ব্যক্তির জ্ঞাতে বা অজ্ঞাতে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’