আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে মারধরে যুবক নিহত
Published: 14th, January 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওণা টাকা ফেরত চাওয়ার জের ধরে মারধরে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।
জানা গেছে, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের নিকট থেকে নাজিমুদ্দিন ১৫শ’ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে এখন তার কাছে টাকা নেই। টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দিব। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নাজিমকে মারধর করে।
এরপর নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমুউদ্দিন মারা যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্যে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্দের প্রতিবেদন পেলে জানা যাবে।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।