এক পরিসংখ্যানে দেখা গেছে, পুরো এসেক্সের গ্রন্থাগার থেকে ১ লাখ ৫ হাজারের বেশি বই হারিয়ে গেছে।

এসেক্স কাউন্টি কাউন্সিল জানিয়েছে, বইগুলো ৪৫ দিন পেরিয়ে যাওয়ার পর ফেরত না আসায় ‘হারিয়ে গেছে’ বলে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে গ্রন্থাগার বই ফেরত আনতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫৮ হাজার ৮৪৫ পাউন্ড জরিমানা করা হয়েছে।

একজন মুখপাত্র বলেন, গ্রন্থাগারের সেবা ভালোই ছিল। কিন্তু পাঠকেরা তাঁদের প্রিয় উপন্যাসগুলো না পেয়ে হতাশা প্রকাশ করতেন।

মুখপাত্র বলেন, ‘প্রতি মাসে পুরো এসেক্সে হাজার হাজার বই ধার দেওয়া হয়, যা মূলত পড়া, শেখা ও সাক্ষরতার প্রতি অনুপ্রেরণা জোগাতে সহায়তা করে। তবে এই বইগুলো সময়মতো বা আদৌ আমাদের কাছে ফেরত আসে না।’

বিবিসি তথ্য বিশ্লেষণ করে দেখেছে, আনুমানিক ১ লাখ ৫ হাজার ৪৫৫টি বই হারিয়ে গেছে। সেখানকার গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী, যদি কোনো গ্রাহক বই হারান, তাহলে তাঁকে অর্থ পরিশোধ করতে হবে। আবার দেরিতে ফেরত দিলে জরিমানা গুনতে হবে।

এসেক্স কাউন্টি কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়েছে, সময়মতো বই ফেরত দিতে না পারলে প্রথম সপ্তাহে প্রতিদিন দশমিক ২৬ পাউন্ড জরিমানা করা হয়। সপ্তাহ শেষে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৭৬ পাউন্ড।

সূত্র: বিবিসি

গ্রন্থনা: রবিউল কমল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাকিব, তাইজুলের পর মিরাজ

অনেক প্রথমের সাক্ষী সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট তো বটেই ক্রিকেটেও সাকিবের হাত ধরে অনেক নতুন কীর্তি লিখা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ‌্যে টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন সাকিব। ৯১ ইনিংসে সাকিব ছুঁয়েছিলেন ২০০ টেস্ট উইকেটের কীর্তি।

সাকিবের দেখানো পথে হেঁটে তার পেছন ছুটেছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার সাকিবের চেয়ে ৬ টেস্ট ইনিংস কম নিয়ে ২০০ উইকেট পেয়েছিলেন লাল বলের ক্রিকেটে। মেহেদী হাসান মিরাজ এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন। এলিট এই ক্লাবে প্রবেশ করতে মিরাজের লাগল ৯৩ ইনিংস।

১৯০ উইকেট নিয়ে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়ে সংখ‌্যাটাকে ১৯৫ এ নিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও একই ধারাবাহিকতা ধরে রাখলেন অফস্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম‌্যাচে পেলেন আবার ৫ উইকেট। তাতে সিলেটেই লিখা হয়ে গেল তার ইতিহাস।

আরো পড়ুন:

সিলেট, জিম্বাবুয়ে ‘ভূত’ ও ‘বিটিভি যুগের’ বাংলাদেশ

শান্ত কেন ‘অশান্ত?’

সাকিব ৭১ টেস্টে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়ে রয়েছেন সবার উপরে। ৫২ টেস্টে ৯৩ ইনিংসে তাইজুল ইসলামের উইকেট ২১৯টি। তাইজুলের সঙ্গে ছুটছেন মিরাজ। সমান ম‌্যাচে দুই ইনিংস কম খেলে মিরাজের উইকেট দুইশটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ