ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে এখন চারজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। তারা হলেন- আদিল রশিদ, শোয়েব বাশির, রেহান আহমেদ ও শাকিব মাহমুদ। ইংল্যান্ডের ক্রিকেটার হলেও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাদের ভিসা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে হেয়ালির অভিযোগ উঠেছে।

গত বছর শোয়েব বাশিরকে ভিসা দিতে দেরি করেছিল ভারত। যে কারণে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। এর আগে রেহানকেও একই ঝামেলায় পড়তে হয়েছে। এবার পেসার শাকিব মাহমুদকে ভিসা দিতে বিলম্ব করছে ভারত।

ইংল্যান্ড ক্রিকেট দলের অন্য পেসাররা ক্যাম্প করতে সংযুক্ত আরব আমিরাতে আছেন। শুক্রবার তারা ভারতে আসবেন। কলকাতায় মঙ্গলবার শুরু হবে টি-২০ সিরিজ। অথচ শাকিবের ভিসা জটিলতার সমাধান হয়নি এখনো। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে কেউ রাজি হননি। তবে কর্মকর্তারা আশা করছেন, শুক্রবারের আগে সমাধান হয়ে যাবে শাকিবের ইস্যুটি। ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারসের ভিসা পেয়ে গেছেন দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ভারতের ভিসা পাওয়ার আবেদন সঙ্গে শাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাতে জেসন অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেননি। 

শাকিব ইংল্যান্ডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন। তবে ভারতের বিপক্ষে এখনো ম্যাচ খেলা হয়নি তার। পূর্বে ভারত সফরেও আসেননি তিনি। যে কারণে আদিল রশিদরা ভিসা পেলেও তারটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অবশ্য ছয় বছর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে আসার কথা ছিল তার। সেবারও ভিসা জটিলতার কারণে দল থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনের আড়িখোলা রেলস্টেশনের অদূরে রেললাইনের পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, নিহত যুবকের বয়স ৩২ থেকে ৩৫ বছর। তার পরনে সাদা ও নীল রঙের হাফ হাতা গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল।

তিনি আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

শেরপুরে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কবরের ওপর পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিচয় না পাওয়া গেলে, ময়নাতদন্ত শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন এসআই জহিরুল ইসলাম। 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ