আবারো পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারের ভিসা আটকাল ভারত
Published: 14th, January 2025 GMT
ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে এখন চারজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। তারা হলেন- আদিল রশিদ, শোয়েব বাশির, রেহান আহমেদ ও শাকিব মাহমুদ। ইংল্যান্ডের ক্রিকেটার হলেও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাদের ভিসা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে হেয়ালির অভিযোগ উঠেছে।
গত বছর শোয়েব বাশিরকে ভিসা দিতে দেরি করেছিল ভারত। যে কারণে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। এর আগে রেহানকেও একই ঝামেলায় পড়তে হয়েছে। এবার পেসার শাকিব মাহমুদকে ভিসা দিতে বিলম্ব করছে ভারত।
ইংল্যান্ড ক্রিকেট দলের অন্য পেসাররা ক্যাম্প করতে সংযুক্ত আরব আমিরাতে আছেন। শুক্রবার তারা ভারতে আসবেন। কলকাতায় মঙ্গলবার শুরু হবে টি-২০ সিরিজ। অথচ শাকিবের ভিসা জটিলতার সমাধান হয়নি এখনো।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে কেউ রাজি হননি। তবে কর্মকর্তারা আশা করছেন, শুক্রবারের আগে সমাধান হয়ে যাবে শাকিবের ইস্যুটি। ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারসের ভিসা পেয়ে গেছেন দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ভারতের ভিসা পাওয়ার আবেদন সঙ্গে শাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাতে জেসন অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেননি।
শাকিব ইংল্যান্ডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন। তবে ভারতের বিপক্ষে এখনো ম্যাচ খেলা হয়নি তার। পূর্বে ভারত সফরেও আসেননি তিনি। যে কারণে আদিল রশিদরা ভিসা পেলেও তারটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অবশ্য ছয় বছর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে আসার কথা ছিল তার। সেবারও ভিসা জটিলতার কারণে দল থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার
১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৩ মার্চ) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।
সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত আসছে…