শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও নবীনদের র্যাগিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা দুটি দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে; গণরুম-গেস্টরুম কালচারসহ সব ধরনের র্যাগিং বন্ধ করতে হবে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ বছরে ছাত্রলীগের গেস্টরুম কালচারের কারণে শিক্ষার্থীদের দমবন্ধ অবস্থার মধ্যে দিন কাটাতে হয়েছে। ক্ষমতার পরিবর্তনের পরও এ সংস্কৃতি নতুন করে দেখা দিচ্ছে। যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। যদি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে শিক্ষার্থীরা কোথায় নিরাপত্তা পাবে?
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এর মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ঢাকা/লিখন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ফাইল ছবি: এএফপি