দল না পাঠালেও পাকিস্তানে যাচ্ছেন রোহিত?
Published: 14th, January 2025 GMT
নানা দেন-দরবার শেষে ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পিসিবি শুরুতে চেয়েছিল পুরো আসর পাকিস্তানে আয়োজন করতে। কিন্তু বিসিসিআই পাকিস্তানে নিরাপত্তা অজুহাতে দল পাঠাতে রাজি হয়নি। তারা গো ধরেছিল হাইব্রিড মডেলের।
পরে পিসিবি নতুন শর্তারোপ করে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে পাকিস্তানও পরবর্তী ৩ বছরে কোন টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। ওই শর্তে আবার ভারত শুরুতে রাজি ছিল না। তবে পরবর্তীতে রাজি হয়েছে।
এখন ভারত-পাকিস্তান ম্যাচসহ রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে। ভারতীয় দল পাকিস্তান সফরে না গেলেও দলটির অধিনায়ক রোহিত শর্মাকে সাময়িক সময়ের জন্য পাকিস্তানে যেতে হতে পারে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসির কোন টুর্নামেন্টের আগে ট্রফি নিয়ে ফটোসেশন করতে হয়। এটা আইসিসির একটা নিয়ম। ওই নিয়ম রক্ষা করার জন্যই পাকিস্তানে যেতে হতে পারে রোহিতকে। অবশ্য আইসিসি, পিসিবি ও বিসিসিআই এই বিষয়ে নতুন কোন সমাধানও বের করত পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আরও একটি বিশ্বকাপে খেলার বিষয়ে যা বললেন কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় হয়তো ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে পারেন তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত ওয়ানডে ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
৩৬ বছর বয়সী কোহলি ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হলেও, এখনই সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। আইপিএল চলাকালীন এক অনুষ্ঠানে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার বড় লক্ষ্য।’’
কোহলির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান।
আরো পড়ুন:
দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস
অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা
ভারত ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। আর ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়। সেই হার কোহলির জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক, যা তিনি প্রকাশও করেছিলেন। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে কিছুটা হলেও সেই দুঃখ মিটেছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার ফিটনেস ও মানসিক দৃঢ়তা বিবেচনায় নিয়ে বলা যায়, বয়স তার জন্য বড় কোনো বাধা হবে না। তিনি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন পরবর্তী বিশ্বকাপের জন্য।
ঢাকা/আমিনুল