আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলমসহ (এস আলম) তার পরিবারের সদস্যদের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১৬টি স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো.

জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এদিন দুদকের উপ-পরিচালক সিফফাত উদ্দীন এস আলমের সম্পদ জব্দের আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে বিচারক এ আদেশ দেন। 

ক্রোককৃত ১৬ সম্পত্তির মধ্যে আছে—গুলশানের ১০ তলা ভবন এস আলম টাওয়ার, ধানমন্ডিতে এক বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান-২ এর দশমিক ৭৮৮৮ একর জমি, উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৩ দশমিক ৩ কাঠা জমির প্লট এবং পৃথক পৃথক ১ দশমিক ৭২০০ একর জমি, ৯৬ কাঠা জমি, ১ দশমিক ৯৫৩৬ একর জমি, ১১ দশমিক ১০৬১ বিঘা জমি ও ১৩১ দশমিক ০৪ কাঠা জমি।

ঢাকা/মামুন/রফিক

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

কেন্দ্র সচিব পদে আ’লীগ নেতা, তিন পরীক্ষার পর অব্যাহতি

পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ইব্রাহীমকে ওই বিদ্যালয়ের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী ইউএনও হাসান বিন মুহাম্মদ আলী।

জানা গেছে, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তাকে উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র কমিটির সভায় কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন সচিব দায়িত্ব পেয়ে আজ বুধবার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রে পরীক্ষা পরিচালনা করেন। 

নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভাবনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক কামরুল ইসলাম ইব্রাহীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে কেন্দ্র সচিব করায় ব্যাপক সমালোচনা হয়। পরে কেন্দ্র কমিটির সভায় কামরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. কামরুল ইসলাম ইব্রাহীম সমকালকে বলেন, এসএসসি পরীক্ষায় উপজেলা ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে তিনি তিনটি পরীক্ষা পরিচালনা করেছেন। পরে অসুস্থতার অজুহাতে তাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে কারও ক্ষতি করেননি তিনি।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী জানান, এসএসসি ভোকেশনাল কেন্দ্রের কেন্দ্র সচিব কামরুল ইসলাম ইব্রাহীম অসুস্থ। তিনি দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ