বিয়ের আগে থেকে কেবল কনেই রূপচর্চা করবেন, তা নয়। বরকেও নিজের ত্বক ও চুলের যত্ন নিতে হবে। নয়তো অনুষ্ঠানের দিন ঠিক প্রাণবন্ত ও নিঁখুত লাগবে না। অথচ আমাদের দেশের অধিকাংশ ছেলেরা রূপচর্চার দিক থেকে বেশ পিছিয়ে থাকেন। অনেকে অবশ্য যত্ন নেওয়ার পদ্ধতিও ঠিকঠাক জানেন না। যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই পুরুষেরও উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এজন্য আগে থেকে প্রয়োজন প্রস্তুতির।

হবু বরেরা ত্বকের যত্ন নেবেন যেভাবে

মুখ পরিষ্কার করুন
বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। সকালে ঘুম থেকে উঠে, বাইরে থেকে ফিরে, রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ ধুতে হবে। নয়তো ত্বক থেকে ময়লা ও জীবাণু সহজে দূর হয় না। নিয়মিত মুখ পরিষ্কারের জন্য স্কিনটোন অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করতে হবে। অনেকে সামনে সাবান পেয়ে তা দিয়েই মুখ ধুয়ে ফেলেন। এটা করা যাবে না। এতে  ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায়। ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং
ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর ত্বকে টোনার ব্যবহার করুন।  গোলাপ জলের টোনারও ব্যবহার করতে পারেন। এরপর ত্বকের ধরন অনুসারে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। নয়তো ত্বকের শুষ্কতা বাড়বে। ব্রণ হবে। 

সপ্তাহে দুই দিন এক্সফোলিয়েট করুন
ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য ত্বকে এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। হাতে একটি ভালো মানের ফেস স্ক্রাব নিন। ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ তা করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 

ফেস মাস্ক
ত্বকের উজ্জ্বলতার জন্য মাঝে মাঝে ফেসমাস্ক ব্যবহার করুন। বেসন ও দুধ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। কালচে দাগ ও পোড়া দাগ দূর করার জন্য দুধ ও টমেটোর মিশ্রণ মুখে লাগাতে পারেন। চাইলে মধু ও লেবুর রসও মুখে লাগাতে পারেন। তবে কোনো উপাদান যদি ত্বকে না মানায়, তাহলে সেটি এড়িয়ে চলুন। 

চুলের যত্ন 
চুল ভালো রাখতে নিয়মিত হট অয়েল ম্যাসাজ করুন। চুল ধোয়ার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা তেল দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত ও মসৃণ হয়। বিয়ের আগে থেকে চুলে জেল ও স্প্রে ব্যবহার করা বন্ধ করুন। এ ধরনের পণ্য চুলের জন্য ক্ষতিকর। এর বদলে ভেষজ হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্যালুনে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার উদ্দেশ্যে গুম করার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয়জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।

বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পর ২০২৪ সালের ১৮ মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজীম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার এজাহারে এমপির ছোট মেয়ে ডরিন উল্লেখ করেন, ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এরপর ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাই। এরপর ১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নেই। পরে ফোন দেবো।

সম্পর্কিত নিবন্ধ

  • আমার ব্রেনে এই শহরে কোনো কাজ হয়নি: কেসিসির পরিকল্পনা কর্মকর্তা
  • তৃতীয় দিনটা বৃষ্টি আর নাজমুলের
  • চিত্রনায়িকা শাবানা হঠাৎ কেন দেশ ছেড়েছিলেন, এখন কেমন আছেন
  • মানুষই মানুষের কর্মকাণ্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • মানুষই মানুষের কর্মকান্ডে শিউরে ওঠে : আফজাল হোসেন 
  • চিন্তা যেভাবে ইবাদত হয়ে ওঠে
  • ভ্যাটিকান থেকে ওড়া ধোঁয়ায় কীভাবে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন
  • ট্রেনে যৌন হয়রানির ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী
  • শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন
  • সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল