বিয়ের আগে থেকে কেবল কনেই রূপচর্চা করবেন, তা নয়। বরকেও নিজের ত্বক ও চুলের যত্ন নিতে হবে। নয়তো অনুষ্ঠানের দিন ঠিক প্রাণবন্ত ও নিঁখুত লাগবে না। অথচ আমাদের দেশের অধিকাংশ ছেলেরা রূপচর্চার দিক থেকে বেশ পিছিয়ে থাকেন। অনেকে অবশ্য যত্ন নেওয়ার পদ্ধতিও ঠিকঠাক জানেন না। যেহেতু বিয়ে সবার জীবনেরই একটি স্মরণীয় দিন, তাই পুরুষেরও উচিত এ দিনে যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এজন্য আগে থেকে প্রয়োজন প্রস্তুতির।

হবু বরেরা ত্বকের যত্ন নেবেন যেভাবে

মুখ পরিষ্কার করুন
বেশিরভাগ পুরুষরাই ঠিকমতো মুখ পরিষ্কার করেন না। সকালে ঘুম থেকে উঠে, বাইরে থেকে ফিরে, রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ ধুতে হবে। নয়তো ত্বক থেকে ময়লা ও জীবাণু সহজে দূর হয় না। নিয়মিত মুখ পরিষ্কারের জন্য স্কিনটোন অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহারের অভ্যাস করতে হবে। অনেকে সামনে সাবান পেয়ে তা দিয়েই মুখ ধুয়ে ফেলেন। এটা করা যাবে না। এতে  ত্বকের পিএইচ এর মাত্রা কমে যায়। ত্বক আরও শুষ্ক হয়ে যায়।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং
ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর ত্বকে টোনার ব্যবহার করুন।  গোলাপ জলের টোনারও ব্যবহার করতে পারেন। এরপর ত্বকের ধরন অনুসারে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। নয়তো ত্বকের শুষ্কতা বাড়বে। ব্রণ হবে। 

সপ্তাহে দুই দিন এক্সফোলিয়েট করুন
ত্বকের গভীর থেকে ময়লা ও জীবাণু দূর করার জন্য ত্বকে এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর হবে। হাতে একটি ভালো মানের ফেস স্ক্রাব নিন। ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ তা করুন। কপাল, চিবুক ও নাকের আশপাশে ভালো করে ম্যাসাজ করে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 

ফেস মাস্ক
ত্বকের উজ্জ্বলতার জন্য মাঝে মাঝে ফেসমাস্ক ব্যবহার করুন। বেসন ও দুধ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। কালচে দাগ ও পোড়া দাগ দূর করার জন্য দুধ ও টমেটোর মিশ্রণ মুখে লাগাতে পারেন। চাইলে মধু ও লেবুর রসও মুখে লাগাতে পারেন। তবে কোনো উপাদান যদি ত্বকে না মানায়, তাহলে সেটি এড়িয়ে চলুন। 

চুলের যত্ন 
চুল ভালো রাখতে নিয়মিত হট অয়েল ম্যাসাজ করুন। চুল ধোয়ার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা তেল দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত ও মসৃণ হয়। বিয়ের আগে থেকে চুলে জেল ও স্প্রে ব্যবহার করা বন্ধ করুন। এ ধরনের পণ্য চুলের জন্য ক্ষতিকর। এর বদলে ভেষজ হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্যালুনে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত

চলতি বছর ঘরের মাঠে ভারতের সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সূচিতে দেখা গেছে ২০২৫ সালে নিজেদের মাঠে ভারত চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

আইপিএল শেষে ভারত পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। এরপর ভারত ঘরের মাঠে আতিথ্য দিবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে। এবং সেটা অক্টোবর ও নভেম্বরে।

২ অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায় ১৪ অক্টোবর থেকে।

আরো পড়ুন:

কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতজুড়ে ঈদ উদযাপন

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী

এরপর দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারত। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে তারা টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টেস্ট সিরিজে গৌহাটিতে প্রথমবারের মতো টেস্ট অনুষ্ঠিত হবে।

১৪ নভেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-দ. আফ্রিকার প্রথম টেস্ট। এরপর ২২ নভেম্বর গৌহাটিতে হবে দ্বিতীয় টেস্ট।

এরপর ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে রাঁচি, রায়পুর ও ভিজাগে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আর ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে কুটাক, চন্ডিগড়, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

:: ২০২৫ সালে ভারতের ঘরের মাঠে ক্রিকেট সূচি ::

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট সিরিজ):
প্রথম টেস্ট: ২ অক্টোবর - ৬ অক্টোবর, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমদাবাদ ।
দ্বিতীয় টেস্ট: ১০ অক্টোবর - ১৪ অক্টোবর, ইডেন গার্ডেন্স, কলকাতা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (টেস্ট সিরিজ):
প্রথম টেস্ট:
১৪ নভেম্বর - ১৮ নভেম্বর, অরুণ জেটলি স্টেডিয়াম, নয়াদিল্লি।  
দ্বিতীয় টেস্ট: ২২ নভেম্বর - ২৬ নভেম্বর, বারসাপারা স্টেডিয়াম, গৌহাটি।  

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ওয়ানডে সিরিজ):
প্রথম ওয়ানডে:
৩০ নভেম্বর, জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি।
দ্বিতীয় ওয়ানডে: ৩ ডিসেম্বর, শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রায়পুর।তৃতীয় ওয়ানডে: ৬ ডিসেম্বর, ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (টি-টোয়েন্টি সিরিজ):
প্রথম টি-টোয়েন্টি:
৯ ডিসেম্বর, বরাবাটি স্টেডিয়াম, কটক।  
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১১ ডিসেম্বর, পিসিএ নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়।তৃতীয় টি-টোয়েন্টি: ১৪ ডিসেম্বর, এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা ।
চতুর্থ টি-টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, ব্রিএসএবিভি একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ।
পঞ্চম টি-টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমদাবাদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত
  • বন্দরে পঞ্চায়েত কমিটির দ্বন্দ্বে ঈদগায় হলনা ঈদ জামাত  
  • চলন্ত গাড়ি থামিয়ে নারী শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ, অভিযোগ শুনে কান্নায় ভেঙে পড়লেন
  • শুধু মা-বাবার নামটুকু বলতে পারছে আহত শিশু আরাধ্য
  • ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
  • অভিষিক্ত অশ্বিনীর বলে, রায়ানের ব্যাটে মুম্বাইর প্রথম জয়
  • ‘নতুন মেসি’দের কার কী হাল
  • ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে ত্বকের যত্নে করণীয়
  • পানির বোতল কত দিন পরপর পরিষ্কার উচিত
  • হল্যান্ডের ইনজুরিতে ম্লান সিটির সেমিতে ওঠার আনন্দ