‘খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ গেছেন, আর হাসিনা পালিয়ে’
Published: 14th, January 2025 GMT
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সের বিদেশে চিকিৎসার জন্য গেছেন, আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষযয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘‘সমগ্র পৃথিবী দেখেছে, কাতারের রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান যোগে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, আর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এতেই বোঝা যায়, কার সম্মান কোথায়।’’
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
ঝালকাঠি সদর হাসপাতাল
তত্ত্বাবধায়ককে হত্যাচেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালক আটক
কামড় খেয়ে জীবন্ত গোখরা নিয়ে হাসপাতালে সাপুড়ে
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু মহান আল্লাহর রহমতে তারা সেটি পারেননি।’’
তিনি আরো বলেন, ‘‘আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী।’’
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন
সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত এই তারকা।
ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। তার নেতৃত্বে আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।
জানা যায়, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।
আরো পড়ুন:
বিব্রত ও ক্ষুব্ধ ববিতা
সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন। গড়ে তুলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন।
ঢাকা/শান্ত